বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ার ‘হ্যাপেনিং’ জুটি কথা আর এভি। প্রথম বার অন স্ক্রিনে জুটি বেঁধেই টিআরপি তালিকা কাঁপাচ্ছেন তাঁরা। স্টার জলসার ‘কথা’ প্রতি সপ্তাহেই থাকে প্রথম দশে। কথা আর এভিকে নিয়ে কার্যত পাগল অনুরাগীরা। তাঁদের জনপ্রিয়তা এতটাই বেশি যে বাস্তবেও সুস্মিতা দে (Susmita Dey) এবং সাহেব ভট্টাচার্যের মধ্যে রসায়ন নিয়ে অব্যাহত রয়েছে চর্চা। যদিও কিছুদিন আগেই নিজের চর্চিত বান্ধবীকে সামনে এনেছেন সাহেব। কিন্তু কথা এভি ভক্তরা মোটেই দমার পাত্র নয়।
সাহেবের সঙ্গে আদুরে ছবি সুস্মিতার (Susmita Dey)
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই যুগল ছবি শেয়ার করে থাকেন সুস্মিতা (Susmita Dey) এবং সাহেব। সম্প্রতি অভিনেতার এমনি দুটি ছবিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। গাড়ির সানরুফ থেকে বাইরে বেরিয়ে রয়েছেন দুজন। এভির বাহুডোরে কথা, পরস্পরের দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন তাঁরা। ক্যাপশনও নজরকাড়া। এভি ওরফে সাহেব লিখেছেন, ‘অস্ত যাওয়া সূর্য নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি দেয়’।
কী কাণ্ড ঘটালেন স্বাগতা: তবে এই পোস্টের রিয়্যাকশন দেখেই চমকে গিয়েছেন নেটিজেনরা। আসলে সাহেবের ‘চর্চিত’ বান্ধবী স্বাগতা দাস এই পোস্টে ‘হাহা’ রিয়্যাক্ট করেছেন। আর তা দেখেই খটকা লেগেছে নেটনাগরিকদের। নামী মডেল স্বাগতার সঙ্গে ইদানিং সাহেবের সম্পর্কের গুঞ্জন টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে।
আরো পড়ুন : “কাঙাল” পাকিস্তানের শোচনীয় অবস্থা! পড়শি দেশকে বাঁচাতে মাঠে নামল বিশ্ব ব্যাঙ্ক
কী বলছেন নেটিজেনরা: সাহেবের জন্মদিনে তাঁকে নিজের জীবনের ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন স্বাগতা। নিজেদের সম্পর্কটা আনুষ্ঠানিক না করলেও দুজনের ঘনিষ্ঠতা চোখে পড়েছে অনেকেরই। আর এবার সুস্মিতা (Susmita Dey) সাহেবের আদুরে ছবিতে স্বাগতার হাসির প্রতিক্রিয়া দেখেই কটাক্ষ করতে শুরু করেছেন নেটিজেনরা।
আরো পড়ুন : তলে তলে ভালোই বাড়ছে “খাতিরদারি”, ভারতের “শত্রুদেশের” কাছ থেকে যুদ্ধ বিমান কেনার ছক বাংলাদেশের
তবে সুস্মিতার সঙ্গেও এর আগে সময় কাটাতে দেখা গিয়েছে স্বাগতাকে। দুজনের মধ্যে যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে তা প্রমাণ করেছিল ওই ছবিগুলিই। তবে হঠাৎ এমন প্রতিক্রিয়া কেন স্বাগতার? ভুল করেই কি পড়ে গিয়েছে রিয়্যাকশন? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। যদিও স্বাগতা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনো।