বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। এদিকে, এই সন্ত্রাসবাদী হামলার পর সমগ্র ভারত জুড়ে ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। ঠিক এই আবহেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) একটি বিতর্কিত মন্তব্য করেছেন। যেটি মধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, আফ্রিদি ভারত এবং ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার জন্য আফ্রিদি ভারতীয় সেনাবাহিনীকেই দায়ী করেছেন। এছাড়াও, আফ্রিদি ভারতীয় সেনাবাহিনীকে “অকেজো” বলেও অভিহিত করেছেন।
কী জানিয়েছেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi):
সব সীমা অতিক্রম করলেন আফ্রিদি: সামা টিভিতে কথা বলতে গিয়ে আফ্রিদি (Shahid Afridi) সব সীমা অতিক্রম করেছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ উগরে বলেন, “সেখানে (জম্মু ও কাশ্মীর) একটি বাজি ফাটলেও সেটা পাকিস্তানই করেছে! কাশ্মীরে ভারতের ৮,০০,০০০ সৈন্যের একটি বাহিনী আছে, তবুও এটা ঘটেছে। এর মানে হল সেটি মূল্যহীন এবং অকেজো। কারণ, তারা জনগণকে নিরাপত্তা দিতে পারোনি।”
View this post on Instagram
কী জানালেন আফ্রিদি: এছাড়াও, আফ্রিদি (Shahid Afridi) পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার কভারেজের জন্য ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন। আফ্রিদি বলেন, “এটা অবাক করার মতো যে হামলার এক ঘন্টার মধ্যেই ভারতের মিডিয়া বলিউডে পরিণত হয়ে গেল।ঈশ্বরের দোহাই, সবকিছুকে বলিউড বানাবেন না। আমি হতবাক হয়ে গেলাম। আসলে আমি তাদের কথা বলার ধরণ উপভোগ করছিলাম। আমি বলছিলাম, তাদের চিন্তাভাবনা দেখুন। তারা নিজেদের শিক্ষিত মানুষ বলে।”
আরও পড়ুন: ভারতে থেকে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য! সামনে এল কাশ্মীরের ১৪ জন সক্রিয় সন্ত্রাসবাদীর নাম-পরিচয়
আফ্রিদি ঘৃণার আগুনে ঘি ঢাললেন: এদিকে, নাম না করেই পাকিস্তানকে দোষারোপ করার জন্য একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের তীব্র সমালোচনা করেছেন আফ্রিদি (Shahid Afridi)। তিনি বলেন, “দুইজন ক্রিকেটার যারা ভারতের হয়ে এত ক্রিকেট খেলেছেন। অ্যাম্বাসেডর হয়েছেন, একজন প্রাক্তন শীর্ষ ক্রিকেটার, তাঁরা সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেন। ভাই পাকিস্তান কেন? আমাকে শুধু কিছু প্রমাণ দেখাও, বন্ধু।”
আরও পড়ুন: পাঞ্জাবের বিরুদ্ধে ভেস্তে গেল ম্যাচ! প্লে-অফে আদৌ পৌঁছতে পারবে KKR? জানুন সমীকরণ
“আমরা তাদের একজনকে চা খাইয়ে ফেরত পাঠিয়েছি”: এর পাশাপাশি আফ্রিদি কুলভূষণ যাদব, যিনি এখনও পাকিস্তানের কারাগারে বন্দি, এবং অভিনন্দন বর্তমানের উদাহরণও দিয়েছেন। অভিনন্দনকি পাকিস্তানি সেনাবাহিনী আটক করার পর ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আফ্রিদি (Shahid Afridi) জানান, “আমরা আপনাকে প্রমাণ দিয়েছি। আমাদের কাছে এখনও একজন আছে। আমরা চা খাইয়ে একজনকে ফিরিয়ে দিয়েছি। আমাদের প্রমাণ দেখাও, কারণ ছাড়া আমাদের দোষ দিও না।”
বেলুচিস্তানে অস্থিরতার জন্য ভারতকে দায়ী করা হচ্ছে: আফ্রিদি (Shahid Afridi) বেলুচিস্তানের অস্থিরতার জন্য ভারতকে দায়ী করেছেন। আফ্রিদির মতে, “আমাদের দেশে কী হচ্ছে? বেলুচিস্তানে কী হচ্ছে? আমরা সবাই জানি এর পেছনে কে আছে? আমরা কখনও কোনও অভিযোগ করিনি। আমরা ভারত এবং বিশ্বকে প্রমাণ দিয়েছি।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: