বাংলা হান্ট ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে, BCCI-কে চলতি বছরের IPL (Indian Premier League) মাঝপথে বন্ধ করতে হয়। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে PBKS বনাম DC ম্যাচটি প্রথমে বাতিল করা হয়। তার পরে বোর্ড এই লিগটি ১ সপ্তাহের জন্য স্থগিত করেছে। এমতাবস্থায়, বোর্ড আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির বিবেচনা করবে এবং তারপর নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
ফের কবে সম্পন্ন হবে IPL (Indian Premier League):
এদিকে, বর্তমানে ক্রিকেট অনুরাগীরা এই প্রশ্নটাই বেশি করে করছেন যে BCCI ২০২৫ সালের IPL (Indian Premier League) এই পরিস্থিতিতে সম্পন্ন করতে পারবে কিনা। এমতাবস্থায়, অনুরাগীদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাঁর মতে, পাকিস্তান বেশিক্ষণ ভারতের চাপ সহ্য করতে পারবে না। যার ফলে শীঘ্রই আবার IPL শুরু হবে।
“আশা করি IPL শীঘ্রই আবার শুরু হবে….”: সৌরভ গাঙ্গুলি ANI-কে বলেন, “দেশে যুদ্ধের মতো পরিস্থিতি চলছে, এবং BCCI-কে IPL (Indian Premier League) স্থগিত করতে হয়েছে কারণ এখানে প্রচুর ভারতীয় এবং বিদেশি খেলোয়াড় রয়েছে। আশা করি IPL শীঘ্রই আবার শুরু হবে। কারণ টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ পর্যায় ঘনিয়ে আসছে।”
আরও পড়ুন: রোহিত শর্মার পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি? সামনে এল বড় আপডেট
“পাকিস্তান বেশিদিন চাপ সহ্য করতে পারবে না”: তিনি আরও বলেন, “BCCI-কে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষ করে ধর্মশালা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, জয়পুর এগুলো সবই IPL (Indian Premier League) ভেন্যু। পরিস্থিতি অনুযায়ী এটা করা প্রয়োজন। সময়ের সাথে সাথে, পরিস্থিতি আরও ভালো হবে এবং ম্যাচও খেলা হবে। BCCI IPL-ও সম্পন্ন করব। এই পরিস্থিতি খুব শীঘ্রই শেষ হবে। কারণ পাকিস্তান বেশিক্ষণ চাপ সহ্য করতে পারবে না।”
আরও পড়ুন: পাত্তাই পাবে না পাকিস্তান! দেখে নিন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সম্পূর্ণ তালিকা-রেঞ্জ এবং তাৎপর্য
যদি এখন না হয়, সেক্ষেত্রে অগাস্ট-সেপ্টেম্বরে IPL হতে পারে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক অচলাবস্থা দীর্ঘকাল ধরে চলতে থাকে, তাহলে BCCI আগস্ট-সেপ্টেম্বরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি পরিচালনা করার জন্য একটি সময় পাবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ওই সময়ে ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে এবং একই সময়ে এশিয়া কাপও খেলতে হবে। তবে, পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে ভারতের বাংলাদেশ সফরও আদৌ সম্পন্ন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অংশগ্রহণের সম্ভাবনাও খুবই ক্ষীণ। এমতাবস্থায়, বোর্ডের কাছে IPL (Indian Premier League)-এর এই মরশুম শেষ করার জন্য যথেষ্ট সময় থাকবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: