বাংলাহান্ট ডেস্ক : বলিপাড়ার একসময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর অভিনেত্রী হিসেবে তাঁর সফর শুরু হয় বলিউডে। একটা লম্বা সময় ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করার পর বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন তিনি। তবে সম্প্রতি অন্য একটি কারণে আবারো খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন সুস্মিতা (Sushmita Sen)। যদিও এবারে কারণটা তিনি নন, তাঁর ভাইয়ের প্রাক্তন স্ত্রী।
নতুন ব্যবসা শুরু করেছেন সুস্মিতার (Sushmita Sen) ভাইয়ের প্রাক্তন স্ত্রী
বেশ ঘটা করে বিয়ে করেই সেন পরিবারের সদস্য হয়েছিলেন চারু অসোপা। বিয়ে করেছিলেন সুস্মিতার (Sushmita Sen) ভাই রাজীব সেনকে। কিন্তু সন্তানের জন্ম হতে না হতেই বিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে দুজনের মাঝে। শেষমেষ ডিভোর্সের পথে হাঁটেন তাঁরা। আর এবার বিচ্ছেদের দু বছর পর আবারও চর্চায় চারু। মুম্বইয়ের খরচ সামলাতে হাবুডুবু খাওয়া চারু ফেঁদে বসেছেন নতুন ব্যবসা।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত: সম্প্রতি সোশ্যাল চারুকে দেখা যায় অনলাইনে পোশাক বিক্রি করতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোশাক বিক্রি করতে দেখা গিয়েছে তাঁকে। আর তারপরেই উঠেছে সমালোচনার ঝড়। সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাইয়ের প্রাক্তন স্ত্রী নাকি পোশাক বেচছেন অনলাইনে! এমন অবস্থা কেন চারুর? বিচ্ছেদের পর কী এমন ঘটল তাঁর সঙ্গে যে পোশাক বিক্রি করার ব্যবসা শুরু করতে হল তাঁকে?
আরো পড়ুন : মাত্র ২৪ বছর বয়সে বিয়ে, কোনো উপার্জন করতেন না মনসুর! একা সংসার টানতেন শর্মিলা
মুম্বই ছেড়েছেন চারু: শোনা যায়, নিজের আর মেয়ের খরচ চালাতে গিয়ে নাকি আর পেরে উঠছেন না চারু। মুম্বইয়ে থাকার খরচ প্রায় মাসে দেড় লক্ষ টাকা। সেটা আর সামলে উঠতে পারছিলেন না চারু। তার জেরে সম্প্রতি তিনি মুম্বই ছেড়ে ফিরে গিয়েছেন নিজের জন্মস্থান বিকানেরে। সেখানে গিয়েই নতুন করে শুরু করেছেন সবটা। আর এই পোশাক বিক্রির ব্যবসাও তারই অঙ্গ। কিন্তু চারু আগে কী করতেন? কোন পেশায় ছিলেন তিনি?
আরো পড়ুন : ‘বোকা’ মহিলা! ‘টয়লেট’ বিতর্কে চাঁচাছোলা জবাবে জয়ার বাড়াবাড়ি থামালেন অক্ষয়
জানিয়ে রাখি, সুস্মিতার (Sushmita Sen) ভাইয়ের প্রাক্তন স্ত্রী নিজেও একজন অভিনেত্রী। হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। তবে শোনা যায়, রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কোনো খোরপোশ নেননি চারু। নিজের আর মেয়ের খরচ তিনি একাই সামলাতে চেয়েছিলেন। তাই বিকানেরে ফিরে শুরু করেছেন পোশাকের ব্যবসা। অনেকে তাঁর এই পদক্ষেপের জন্য প্রশংসাও করেছেন চারুর।