‘বেহুঁশ হয়ে…’, পরিচালকের বাথরুমের কোমড ভেঙে ফেলেছিলেন স্বস্তিকা!

বাংলাহান্ট ডেস্ক : রূপোলি জগতের অভিনেতা অভিনেত্রীদের জীবনযাত্রা নিয়ে আমজনতার কৌতূহল রয়েছে বরাবর। যাদের সবসময় পর্দায় দেখা যায়, বাস্তবে তাঁদের জীবনটা ঠিক কেমন তা জানতে মুখিয়ে থাকেন সকলেই। বিশেষ করে রাত নামলে ইন্ডাস্ট্রির পার্টিগুলির অন্দরে কী হয় তা নিয়ে নানান প্রশ্ন থাকে কমবেশি সবার মনেই। এবার অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ফাঁস করলেন এমনি এক নাইট পার্টির গপ্পো।

কেরিয়ারের শুরুতে কী কাণ্ড করেছিলেন স্বস্তিকা (Swastika Dutta)

অনেক কম বয়সেই অভিনয় কেরিয়ার শুরু করেন স্বস্তিকা (Swastika Dutta)। ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরেই অভিনয় শুরু করেন তিনি। তখন তাঁর বয়স খুবই অল্প। তারপর থেকে পরপর ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনি একটি ছবির সাকসেস পার্টিতে গিয়ে যা কাণ্ড তিনি ঘটিয়েছিলেন, তা ভাবলে আজও লজ্জায় জিভ কাটেন স্বস্তিকা।

What did swastika dutta do in director bathroom

সাকসেস পার্টিতে ঘটে কেলেঙ্কারি: টিভি নাইনের সঙ্গে সাক্ষাৎকারে স্বস্তিকা (Swastika Dutta) জানান, কেরিয়ারের শুরুতে অনেকগুলি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন তিনি কলেজে পড়তেন। একটি ছবির সাফল্যের পার্টিতে গিয়েছিলেন। আর ফিল্মি দুনিয়ার পার্টি মানেই অঢেল খাবার, পানীয়। অভিনেত্রী বলেন, তিনি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। তার উপর নিজের ছবির সাকসেস পার্টি নিয়ে উত্তেজিত।

আরো পড়ুন : সাহেবের বাহুডোরে সুস্মিতা, কথা-এভির আদুরে ছবিতে “জ্বালাময়ী” প্রতিক্রিয়া নায়কের চর্চিত প্রেমিকার!

কী অবস্থা হয়েছিল অভিনেত্রীর: তার আগে কখনোই মদ্যপান করেননি স্বস্তিকা (Swastika Dutta)। কিন্তু সেই পার্টিতে উত্তেজনার বশে একের পর এক গ্লাস মদ্যপান করেছিলেন তিনি। তারপরেই শুরু অ্যাকশন। মাথা ঘুরে বেহুঁশ হয়ে পরিচালকের বাথরুম বমি করে ভাসিয়েছিলেন স্বস্তিকা (Swastika Dutta)। শুধু তাই নয়, বমির ঠেলায় ভেঙে ফেলেছিলেন কোমডও।

আরো পড়ুন : “কাঙাল” পাকিস্তানের শোচনীয় অবস্থা! পড়শি দেশকে বাঁচাতে মাঠে নামল বিশ্ব ব্যাঙ্ক

তারপর আর কী! সকলে মিলে ধরাধরি করে সে যাত্রা বাড়ি পৌঁছে দিয়েছিলেন স্বস্তিকাকে। বাড়িতে তো বকুনি জুটেছিলই, উপরন্তু পরদিন ঘুম ভাঙতেই আর লজ্জায় মুখ দেখাতে পারছিলেন না অভিনেত্রী। শেষে সকলকে সরি বলে সে যাত্রা মুখ বাঁচান স্বস্তিকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর