বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। একটু সুযোগ পেলেই আমরা চোখ রাখি নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। এদিকে সেখানে মাঝেমধ্যেই এমন কিছু বিষয় ভাইরাল হয় যেগুলি অবাক করে দেয় সবাইকেই।
সেই রেশ বজায় রেখেই বর্তমানে একটি ছবি তুমুল ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। যেটি প্রত্যক্ষ করে হুঁশ উড়েছে নেটিজেনদের। আর সেই কারণেই ভাইরাল হওয়ার সুবাদে সেটি পৌঁছে গিয়েছে সকলের কাছে। এমতাবস্থায়, এহেন চমকপ্রদ বিষয়টি বিস্তারিতভাবে আমরা উপস্থাপিত করছি বর্তমান প্রতিবেদনে।
মূলত, সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে ব্যাঙ্কের একটি ডিপোজিট স্লিপের ছবি দেখা গিয়েছে। যেখানে একজন ব্যক্তি “অ্যামাউন্ট” (হিন্দিতে “রাশি”) লেখার জায়গায় এমন একটি বিষয় লিখেছেন, যেটি পড়ার পরে হেসে অস্থির নেটিজেনরা। আসলে, এই ছবিটি পুরোনো হলেও সেটি ফের ভাইরাল হতে শুরু করেছে।
এই পোস্টটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @NationFirst78 নামে একজন ব্যবহারকারী গত ১৬ এপ্রিল শেয়ার করেছেন। যেখানে আপনি ব্যাঙ্কের একটি ডিপোজিট স্লিপ দেখতে পাবেন। পাশাপাশি ওই স্লিপে সমস্ত বিবরণ দেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার “অ্যামাউন্ট” অর্থাৎ হিন্দিতে “রাশি” লেখার জায়গায় নিজের রাশি হিসেবে “তুলা রাশি” লিখে দিয়েছেন।
আর এই বিষয়টি দেখেই হাসির রেশ উঠেছে নেটিজেনদের মধ্যে। এদিকে, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই ছবিটি মোরাদাবাদের ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি শাখার। ইতিমধ্যেই এই ছবিটি দেখে সেটির পরিপ্রেক্ষিতে নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন।