GDP বৃদ্ধির হার ৭.২ শতাংশে বজায় রাখল RBI, মুদ্রাস্ফীতি থেকে মিলবে মুক্তি? কি জানালেন গভর্নর?

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার RBI (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে সম্পন্ন হওয়া মনিটারি পলিসি কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি দেশের অর্থনীতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে RBI। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে GDP বৃদ্ধির অনুমান ৭.২ শতাংশে বজায় রেখেছে। এছাড়াও, রিজার্ভ ব্যাঙ্ক খুচরো মুদ্রাস্ফীতির অনুমান ৪.৫ শতাংশে বজায় রেখেছে।

কি জানালেন RBI (Reserve Bank Of India)-র গভর্নর:

এই প্রসঙ্গে RBI (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক উত্তেজনা থেকে শুরু করে আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিতিশীলতা এবং ভূ-অর্থনৈতিক বিভক্তির কারণে নিম্নমুখী ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি জানান যে, এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য GDP গ্রোথ রেট অনুমান করা হয়েছে ৭.২ শতাংশ। এদিকে, প্রথম ত্রৈমাসিকে এটি ৭.১ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৭.৩ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৭.২ শতাংশ বৃদ্ধির হার অনুমান করা হয়েছে।

   

What did the Governor of Reserve Bank of India say about inflation.

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে স্বস্তির প্রত্যাশা: RBI (Reserve Bank Of India) গভর্নর বলেছেন যে ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য GDP বৃদ্ধির হার অনুমান করা হয়েছে ৭.২ শতাংশ। মুদ্রাস্ফীতির বিষয়ে, গভর্নর বলেছেন যে দক্ষিণ-পশ্চিম বর্ষার বৃদ্ধি খাদ্য মুদ্রাস্ফীতিতে কিছুটা স্বস্তি আনবে বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায়, বীজ বপনের ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে এবং শস্য মজুত (বাফার স্টক) তার মানের উপরে রয়েছে। এর পাশাপাশি তিনি জানান যে বিশ্বব্যাপী খাদ্যের দাম ২০২৪-এর মার্চ থেকে বৃদ্ধি পাওয়ার পরে জুলাই মাসে হ্রাসের লক্ষণ দেখা গিয়েছে।

আরও পড়ুন: Reliance গ্রাহকদের খুলল কপাল! এক্কেবারে জলের দরে ৩৩৬ দিনের নতুন রিচার্জ প্ল্যান সামনে আনল Jio

চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হারের অনুমান ৪.৫ শতাংশ: গভর্নর বলেছেন যে প্রথম ত্রৈমাসিকে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস এবং ৪.৯ শতাংশ মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) ভিত্তিক মুদ্রাস্ফীতি ৪.৫ শতাংশ অনুমান করা হয়েছে। এটি দ্বিতীয় ত্রৈমাসিকে ৪.৪ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৭ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪.৩ শতাংশ হবে। তিনি জানান যে, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য CPI মুদ্রাস্ফীতি ৪.৪ শতাংশ অনুমান করা হয়েছে। RBI (Reserve Bank Of India) গভর্নর জানান, খাদ্য মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ার কারণে, মুখ্য সিপিআই মুদ্রাস্ফীতি ২০২৪ সালের জুনে ৫.১ শতাংশে বেড়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের টাকায় মুজিবুরের ছবিতে ঘটবে পরিবর্তন? সীমান্তে মাথায় হাত মানি এক্সচেঞ্জারদের, হবে বিপুল ক্ষতি

সামগ্রিক মুদ্রাস্ফীতি ঐতিহাসিক নিম্ন স্তরে পৌঁছেছে: RBI (Reserve Bank Of India) গভর্নর বলেছেন, পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির মুদ্রাস্ফীতি টানা দশম মাসে হ্রাস পেয়েছে এবং সামগ্রিক মুদ্রাস্ফীতি মে-জুন মাসে ঐতিহাসিক সর্বনিম্নে নেমে এসেছে। জুলাই মাসেও খাদ্যদ্রব্যের উচ্চমূল্যের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে, একটি অনুকূল প্রভাব মাসিক মূল মুদ্রাস্ফীতি হ্রাস করতে পারে। এদিকে, গভর্নর বলেন, দুধের দাম ও মোবাইল ট্যারিফ সংশোধনের প্রভাবের দিকে নজর দিতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর