বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান! ঔদ্ধত্য প্রকাশ করে কী জানাল PCB?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board, PCB) ঘোষণা করেছে যে ২০২৫ সালের মহিলা বিশ্বকাপে ভারতে আসবেনা পাক দল। জানিয়ে রাখি যে, এই বছর ভারতের মাটিতে মহিলা বিশ্বকাপ ২০২৫ আয়োজিত হতে চলেছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সম্পন্ন হতে চলা মহিলা বিশ্বকাপে মোট ৮ টি দল খেলবে।

কী জানিয়েছে PCB (Pakistan Cricket Board):

এদিকে, ভারতে না আসার কারণ জানিয়ে PCB (Pakistan Cricket Board) জানিয়েছে, টিম ইন্ডিয়া যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে আসেনি, তেমনি পাকিস্তানের মহিলা দলও বিশ্বকাপের জন্য ভারতে যাবে না। শুধু তাই নয়, PCB চেয়ারম্যান মহসিন নকভি ভারতের প্রতি তাঁর ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, “যেমন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে আসেনি এবং নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার অনুমতি পেয়েছিল, তেমনি পাকিস্তান দলের জন্য যে নিরপেক্ষ ভেন্যুই বেছে নেওয়া হোক না কেন, আমাদের দল সেখানে খেলতে প্রস্তুত থাকবে। যখন কোনও চুক্তিতে পৌঁছনো হয়েছে তখন তা অবশ্যই অনুসরণ করা উচিত।”

What did the Pakistan Cricket Board arrogantly say.

PCB প্রধান মহিলা দলের প্রশংসা করেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তান মহিলা ক্রিকেট দল সম্প্রতি ২০২৫ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। মহিলা বিশ্বকাপের বাছাই পর্বের টুর্নামেন্টে ৫ টি ম্যাচ জিতে পাকিস্তান বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে।

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নেতার হত্যার পর বিরাট অ্যাকশন আমেরিকার! সতর্কতা জারি করে লাগু হল নিষেধাজ্ঞা

এমতাবস্থায়, দলের প্রশংসা করে PCB (Pakistan Cricket Board) প্রধান বলেন, “আমাদের দল দেখিয়েছে কীভাবে ঘরের মাঠে সুবিধা নিতে হয় এবং আমরা একটি দলের মতো খেলেছি। মহিলা ক্রিকেট দলের ভালো পারফরম্যান্স দেখে আমি খুশি।” বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি আরও বলেন, এই চমৎকার পারফরম্যান্সের জন্য পাকিস্তানি মহিলা দলকে উপহার দেওয়া হবে।

আরও পড়ুন: বরখাস্ত করেছিল BCCI! IPL-এর মাঝেই KKR-এ এন্ট্রি নিলেন গম্ভীর ঘনিষ্ঠ কোচ

জানিয়ে রাখি, সদ্য সম্পন্ন হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে টিম ইন্ডিয়ার ম্যাচগুলি দুবাইতে সম্পন্ন হয়েছিল। সেই সময়ে, PCB (Pakistan Cricket Board) এই শর্তে ভারতের ম্যাচগুলি দুবাইতে আয়োজন করতে রাজি হয়েছিল যে ভবিষ্যতে ভারতে সম্পন্ন হতে চলা যেকোনও ICC ইভেন্টের ক্ষেত্রে, পাকিস্তান দলের ম্যাচগুলিও নিরপেক্ষ ভেন্যুতে সম্পন্ন হতে হবে। এমতাবস্থায়, মহিলা ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রেও তাই এই দাবি সামনে আনছে পাকিস্তান।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X