বিশ্বজয়ের আবেগে ভাসলেন প্রধানমন্ত্রীও! টিম ইন্ডিয়ার সাথে দেখা করে দিলেন বড় প্রতিক্রিয়া

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) হাসিল করেছে ভারত (India National Cricket Team)। আর তার সাথেই তৈরি হয়েছে নয়া ইতিহাস। এদিকে, ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নপূরণ করার পর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রোহিত বাহিনীর দেশে ফেরার জন্য। যদিও, আবহাওয়ার দুর্যোগের কারণে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) দেশে ফিরতে কয়েকদিন সময় লেগে যায়।

তবে, বৃহস্পতিবার দেশে ফিরেই ভারতীয় দল প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছে। এমতাবস্থায়, এই সাক্ষাতের পরে টিম ইন্ডিয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন। পাশাপাশি, সামনে আনা হয়েছে সমবেত ছবিও। মূলত, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় প্রধানমন্ত্রীর হাতে T20 বিশ্বকাপ তুলে দেন। এদিকে, প্রধানমন্ত্রী খেলোয়াড়দের পাশাপাশি তাঁদের পরিবারের সাথেও দেখা করেন।

   

এদিকে, প্রধানমন্ত্রী মোদীর “এক্স” হ্যান্ডেলে দু”টি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে তাঁকে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সাথে দেখা গিয়েছে। পাশাপাশি, ওই পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, “চ্যাম্পিয়নদের সাথে একটি দুর্দান্ত সাক্ষাৎ ছিল।” বিশ্বকাপজয়ী দলকে ৭, লোক কল্যাণ মার্গে স্বাগত জানানো হয়। সেই সময়ে স্মরণীয় কথাবার্তা হয়।”

আরও পড়ুন: করবেন না টেনশন! এখনও সস্তায় মিলবে Airtel-Jio-র রিচার্জ প্ল্যান, জেনে নিন সিক্রেট উপায়

জানিয়ে রাখি যে, BCCI সভাপতি রজার বিনি এবং সেক্রেটারি জয় শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে টিম ইন্ডিয়ার জার্সি তুলে দেন। সেই জার্সির নম্বর ছিল ১ এবং তাতে “নমো” লেখা ছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছে।

আরও পড়ুন: বলিউডের এই নায়কের সিনেমা ছাড়া কিছুই দেখেন না ইশা আম্বানি! নিজেই জানালেন নাম

পাশাপাশি, প্রধানমন্ত্রীর এই পোস্টের কিছুক্ষণ আগে ভারতের তারকা খেলোয়াড় বিরাট কোহলিও একটি পোস্ট করেছিলেন। ওই পোস্টে বিরাট জানান, “মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির সাথে দেখা করা আমাদের পক্ষে অত্যন্ত সম্মানের বিষয়। ধন্যবাদ স্যার, প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।” প্রসঙ্গত উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার দেশে ফেরার পরেই ক্রিকেটপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রিয় খেলোয়ারদের প্রত্যক্ষ করতে রাস্তায় জমেছিল তুমুল ভিড়। ITC মৌর্য হোটেলে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর