বাংলা হান্ট ডেস্ক: এবারের IPL-এর নিলামে রেকর্ড গড়েছেন বিহারের ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই লিগে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে তাঁকে কেনার জন্য প্রতিযোগিতা হয়েছিল। যেখানে রাজস্থান শেষ পর্যন্ত জয়লাভ করে। ১.১০ কোটি টাকায় বৈভবকে কিনেছে রাজস্থান। এদিকে, সূর্যবংশী বিক্রি হওয়ার সাথে সাথেই তাঁর বয়স সম্পর্কিত বিতর্ক ফের সামনে এসেছে। তবে, এবার এই বিষয়ে তাঁর বাবা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
মুখ খুললেন বৈভবের (Vaibhav Suryavanshi) বাবা:
আবার বয়স পরীক্ষা করার জন্য প্রস্তুত: নিলামে সূর্যবংশী (Vaibhav Suryavanshi) বিক্রি হতেই স্বাভাবিকভাবেই তাঁর বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়। পরিবারের সদস্যরাও অত্যন্ত খুশি হয়েছেন। সেই আবহেই সূর্যবংশীর বয়স সম্পর্কিত বিষয় সোশ্যাল মিডিয়ায় আলোচিত হতে শুরু করে। এমতাবস্থায় একটি সাক্ষাৎকার বৈভবের বাবাকে এই বিষয় জিজ্ঞেস করা হলে তিনি ব্যাখ্যা দিয়েছেন।
13 YEAR OLD VAIBHAV SURYAVANSHI AGAINST AUSTRALIA U19:
– 100 in just 58 balls for India U19 in the Youth Test match…!!! pic.twitter.com/NbWW7SSz74
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 1, 2024
তিনি বলেন, “সাড়ে আট বছর বয়সে সূর্যবংশী (Vaibhav Suryavanshi) প্রথমবারের মতো BCCI বোন টেস্টে গিয়েছিলেন। ইতিমধ্যেই সে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। সে চাইলে আবারও বয়সের পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারে।”
আরও পড়ুন: পার্থ টেস্ট জেতার পরে আচমকাই দেশে ফিরছেন গম্ভীর! সামনে এল কারণ, ফের কবে যোগ দেবেন দলে?
বৈভব সূর্যবংশী অল্প বয়সেই বড় কীর্তি গড়েছেন: বিহারের সমস্তিপুরের বাসিন্দা সূর্যবংশী (Vaibhav Suryavanshi) সম্প্রতি চেন্নাইয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯-এর বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এর পাশাপাশি, তিনি অনূর্ধ্ব-১৯ টেস্টে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হিসেবে বিবেচিত হয়েছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তাঁর প্রথম লাল বলের ম্যাচে, ১৩ বছর বয়সী এই ব্যাটার ৫৮ বলে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। চলতি বছরে, তিনি চতুর্থ সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন।
আরও পড়ুন: সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর প্রতিবাদী হিন্দুদের ওপর চলল হামলা! চরম অরাজকতা বাংলাদেশে
২০২৪ সালের জানুয়ারিতে, তিনি (Vaibhav Suryavanshi) ১২ বছর ২৮৪ দিন বয়সে মুম্বাইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক করেছিলেন। ১২ বছর বয়সে, তিনি ভিনু মানকদ ট্রফিতে ৫ ম্যাচে ৪০০ রান করেন। তবে, এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলে জায়গা পাননি তিনি। এদিকে ৫ টি প্রথম-শ্রেণির ম্যাচের ১০ ইনিংসে তিনি ১০০ রান করেছেন।