বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যতগুলি জনপ্রিয় খানদান রয়েছে তার মধ্যে পতৌদির খান পরিবারের কথা না বললেই নয়। নবাব পরিবার হলেও শর্মিলা ঠাকুরের দেখাদেখি তাঁর দুই সন্তান পা রাখেন অভিনয় জগতে। উপরন্তু বৌমা করিনা এবং জামাই কুণাল খেমুর দৌলতে সম্পূর্ণ ফিল্মি পরিবার হয়ে উঠেছে এটি। তবে একজন সদস্য রয়েছেন খান পরিবারে, যিনি লাইমলাইট থেকে দূরেই থাকেন। একমাত্র তিনিই অভিনেত্রী নন। তিনি সাবা আলি খান (Saba Ali Khan)।
অভিনয়ে পা রাখেননি সাবা (Saba Ali Khan)
দাদা, বোন সইফ এবং সোহা অভিনয় জগতে পা রাখলেও সাবা (Saba Ali Khan) বরাবর থেকেছেন খ্যাতির আড়ালে। মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের এই মেজ সন্তানটিকে নিয়ে চর্চাও তুলনামূলক কম হয় বলিউডে। তবে তার মানে কিন্তু এই নয় যে সাবার (Saba Ali Khan) গুরুত্ব বা প্রতিভা এতটুকুও কম। কোনো দিক দিয়েই বাকিদের থেকে কম নন তিনি। বরং নিজের যোগ্যতাতেই ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় গড়ে তুলেছেন সাবা।
কী নিয়ে পড়েছেন শর্মিলা কন্যা: শোনা যায়, ছোট থেকেই বেশ লাজুক ছিলেন তিনি। তাই ক্যামেরার ঝলকানি থেকে দূরেই থেকেছেন বরাবর। সাবার (Saba Ali Khan) আগ্রহ ছোট থেকেই ছিল অলঙ্কারে। ডিজাইন করতে পছন্দ করতেন তিনি। তাই তা নিয়েই পড়াশোনা করে এটাকেই বেছে নিয়েছেন কেরিয়ার হিসেবে। দিল্লি কলেজ অফ আর্ট থেকে স্নাতক পাশ করেছেন তিনি। পাশাপাশি জেমোলজি অ্যান্ড ডিজাইন এর ডিপ্লোমাও করেন তিনি।
আরো পড়ুন : একেকটি ছবির জন্য নেন রেকর্ড পরিমাণ টাকা, দীপিকা-আলিয়া নন, ইনিই ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী
নিজের পছন্দ মতো বানিয়েছেন কেরিয়ার: বর্তমানে জুয়েলারি ডিজাইনার হিসেবে কাজ করেন সাবা (Saba Ali Khan)। নিজের নামে ডিজাইনিং লেবেলও রয়েছে তাঁর। জুয়েলারি ডিজাইনিং এর জগতে বেশ জনপ্রিয় নাম সাবা। তবে তাঁর পরিচয় শুধু এখানেই আটকে নেই। আরো একটি গুরুদায়িত্ব রয়েছে সাবার (Saba Ali Khan) উপরে।
আরো পড়ুন : বলিউড করেনি কদর, ঢালিউডের সুপারস্টার, ‘বাংলাদেশের শাহরুখ খান’ এর তকমা পান এই অভিনেতা!
অনেক ছোট বয়স থেকেই ভোপালের ট্রাস্টের কাজের দায়িত্ব ছিল সাবার উপরে। মনসুর আলি খানের মৃত্যুর পর ট্রাস্টের পুরো দায়িত্বটাই এসে পড়ে তাঁর উপরে। পতৌদি পরিবারের বিপুল ২৭০০ কোটি টাকার সম্পত্তির দেখভাল করতে হয় সাবাকেই।