রাতের রাস্তায় বাইক চালিয়ে গেলে কুকুর তাড়া করে? এই পদ্ধতি মানলে পাবেন নিস্তার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিনের বেলার তুলনায় রাতের রাস্তা অনেকটাই ফাঁকা থাকে আর সেই সময়েই রাস্তায় কুকুরের (Street dogs) পাল জড়ো হয়। রাতের আঁধারে এরা যে শুধু জেগে থাকে তাই, বলা ভালো নিজেদের এলাকা রক্ষাও করে। এই সময় কুকুরগুলি বাইক দেখলে ঘেউ ঘেউ করে, কারণ তারা মনে করে বাইকটি সন্দেহজনক হতেও পারে। যদি বাইকটি জোরে আওয়াজ করার পাশাপাশি খুব দ্রুত গতিতে চলে তাহলে কুকুরেরা তাদের প্রাকৃতিক প্রবৃত্তি অনুযায়ী নিজেদের এলাকা রক্ষা করতে উৎসাহী করতে পারে।

বলা বাহুল্য, কুকুরেরা স্বাভাবিকভাবেই চলন্ত কিছু দেখলেই তাড়া করে এবং বাইকটি যদি জোরে চলে তা স্বাভাবিক ভাবেই তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাড়া করতে চায়। অনেক সময় এই ধরনের বাইক আরোহীরা (Bike Rider) কুকুরের কারণে দুর্ঘটনার শিকার হয় বা এই কুকুরগুলো তাদের কামড়ায়। আপনিও যদি এই ঘটনার শিকার হয়ে থাকেন বা এটি এড়াতে চান, তাহলে বাইকে বসেই কুকুরেরা ঘেউ ঘেউ করা থেকে বা তাদের তাড়া থেকে কীভাবে বিরত থাকবেন তা জেনে নিন।

রাস্তায় বসবাসকারী বেশিরভাগ কুকুর প্রায়ই কারো ক্ষতি করে না। তবে আপনি যদি এই ঘটনা এড়াতে চান তাহলে সাথে এক প্যাকেট বিস্কুট রাখুন। আপনি যেখান থেকে প্রতিদিন রাতে আপনার বাইকে করে যান সেখানে যদি কুকুরের পাল থাকে তবে সেখানে কিছুক্ষণ থামুন এবং তাদের বিস্কুট খাওয়ান। কুকুররা তাদের বন্ধু মনে করে যারা তাদের ভালোবেসে খাওয়ায়।

পরের দিন থেকে তারা আপনাকে দেখলে ঘেউ ঘেউ করবে না। যখনই আপনি রাতের বেলা অজানা রাস্তা দিয়ে যান এবং সেখানের কুকুরগুলি আপনার বাইককে তাড়া করে এবং একই সঙ্গে ঘেউ ঘেউ করে, তাই ওই এলাকায় আপনার বাইকের গতি কমানোর চেষ্টা করুন। কুকুরগুলি প্রায়শই বাইকের উচ্চ গতি এবং উচ্চ শব্দে ভয় পায়, তাই তারা আপনাকে আক্রমণ করতে দৌড়ায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X