বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া সম্ভব। এর আগে আমরা আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে কিভাবে সুখ ও সমৃদ্ধিতে পরিবার ভরিয়ে তুলতে পারেন তার কথা বলেছি। আজ জানাবো আয়নার ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখা প্রয়োজন
- শোয়ার ঘরে কিংবা প্রবেশদ্বারের সামনে কখনও আয়না রাখবেন না।
- শোয়ার ঘরে আয়না রাখা অমঙ্গল। তবে, যদি রাখতেই হয় আয়না আপনার বেডরুমে রাখুন। তাহলে সেটি ব্যবহারের পর কাপড় দিয়ে ঢেকে রাখুন।
- রাতের বেলা ঘুম চোখে উঠে কোনো দিনই আয়না দেখবেন না। কেননা এতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে।