ফের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে চালু পাশ-ফেল নিয়ম? কেন্দ্রের বিজ্ঞপ্তি নিয়ে কি জানালেন শিক্ষামন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে পাশ ফেল নিয়ম ফিরিয়ে আনার জন্য প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার (Education Department Pass Rules)। তবে সেই ব্যাপারে রাজ্য (West Bengal Government) কি ভাবছে তা নিয়ে এখনও কিছু জানায়নি। এই পরিস্থিতিতে সমস্যা বাড়ছে। ফের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ ফেলের নিয়ম ফিরছে? ধন্দে শিক্ষক থেকে পড়ুয়ারাও।

রাজ্যে নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা শুরু হলেও পাশ-ফেলের নিয়ম চালু হবে কি না সেই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশ না মেলায় ধোঁয়াশায় শিক্ষকমহল। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছিল, নতুন শিক্ষাবর্ষ থেকে ফের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশফেলের নিয়ম ফিরিয়ে আনা হচ্ছে। তবে জানা যাচ্ছে, পাশ-ফেল সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি স্কুলগুলিতে এসে পৌঁছায়নি।

ফের পাশ-ফেলের চালু হলে মূল্যায়ন প্রক্রিয়াও শুরু করতে হবে। এবার বছরের শুরুতেই যদি এই সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশিকা না আসে তাহলে সমস্যা বাড়বে। বছরের মাঝামাঝিতে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হলে বিপাকে পড়বে পড়ুয়ারা। শিক্ষকমহলের একাংশের কথায়, পাশ-ফেল যা সিদ্ধান্তই নেওয়া হোক না কেন এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রাজ্যের দেওয়া উচিত।

আরও পড়ুন: ফের বাড়বে তাপমাত্রা! আজ থেকেই আবহাওয়ার বড় বদল দক্ষিণবঙ্গে, বৃষ্টি কোথায় কোথায়?

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে পাশ ফেল নিয়ম ফিরিয়ে আনার জন্য প্রস্তাব দিয়েছিল। তারপর এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ২০১৯ সালের গেজেট বিজ্ঞপ্তিতে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল চালু করার কথা বলা হয়েছিল। কিন্তু তা চালু হয়নি।

west bengal 2 1

আরও পড়ুন: শীতে জুবুথুবু বাংলা! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, রইল আগামীকালের আবহাওয়ার খবর

অন্যদিকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেলের নিয়ম ফের চালু হলে বাংলার শিক্ষা পোর্টালে কিছু পরিবর্তন আসার কথা। কিন্তু সেসব কিছুই হয়নি। সবমিলিয়ে ধন্দে শিক্ষকমহল থেকে শুরু করে পড়ুয়ারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর