জিভে জল আনা ফুচকা থেকে ভাইরাল “উজ্জ্বলদার বিরিয়ানি”! কী কী ছিল জি সোনার সংসারের মেনুতে?

বাংলাহান্ট ডেস্ক : শুটিং হয়ে গিয়েছে জি বাংলা সোনার সংসার ২০২৫ (Serial) এর। তবে টেলিভিশনে কবে সম্প্রচার হবে তা এখনো খোলসা করা হয়নি চ্যানেলের তরফে। যদিও এই অ্যাওয়ার্ড শো নিয়ে প্রতিবারের মতোই দর্শক মহলে রয়েছে চরম উন্মাদনা। প্রোমো থেকে শুরু করে আমন্ত্রণপত্র, বিজয়ীদের (Serial) তালিকা নিয়ে আলোচনা রয়েছে অব্যাহত। এবার সামনে এল অ্যাওয়ার্ড শোতে খাবারের মেনুতে কী কী ছিল।

জি বাংলা সোনার সংসার (Serial) নিয়ে উন্মাদনা

কিছুদিন আগেই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো। ইতিমধ্যেই সেই শোয়ের বেশ কিছু ক্লিপিংস ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় তারকারা (Serial) কে কেমন সেজেছেন, তা জানতে দর্শকরা যেমন আগ্রহী, তেমনই আবার তাঁদের পাতে এদিন কী কী খাবার ছিল তা জানতেও আগ্রহ জাগে বইকি।

What food was there for serial actors in sonar sansar

কী ছিল স্ন্যাকসে: সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখান থেকে জানা গিয়েছে, প্রতি বারের মতো এবারও অ্যাওয়ার্ড শোতে ছিল ঢালাও পেজপুজোর আয়োজন। স্ন্যাকস থেকে শুরু করে মেন কোর্স, ডেজার্ট সবেরই আয়োজন ছিল। ‘নিম ফুলের মধু’র (Serial) জেঠি ওরফে অভিনেত্রী তনুশ্রী গোস্বামীর ভিডিও থেকে জানা যায়, স্ন্যাক্স মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ফুচকা। আর তা মন ভরে খেয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

আরো পড়ুন : এই ৩ “টোটকা”তেই এক মাস ধরে TRP শীর্ষে! সাফল্যের সিক্রেট ফাঁস করলেন “টপার” মেগার নায়ক

ভাইরাল বিরিয়ানির আয়োজন: অন্তঃসত্ত্বা মানসীও উপস্থিত ছিলেন শোতে। একটি ভিডিওতে দেখা যায়, প্রাণ ভরে ফুচকা খাচ্ছেন তিনি। আবার তাঁকে বলতে শোনা যায়, তিনি নয়, আসলে তাঁর গর্ভস্থ সন্তানের ফুচকা খাওয়ার শখ হয়েছে। অন্যদিকে মেন কোর্সে এবার বিশেষ আকর্ষণ ছিল ভাইরাল ‘উজ্জ্বলদার বিরিয়ানি’। মধ্যমগ্রাম এবং বারাসতে এই বিরিয়ানির জনপ্রিয়তা এখন সকলেই জানেন।

আরো পড়ুন : বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতা বৃদ্ধিতে চিন্তিত ভারত! অবশেষে মুখ খুললেন সেনা প্রধান

সেই উজ্জ্বলদাই নিজের স্পেশ্যাল বিরিয়ানি নিয়ে চলে এসেছিলেন সোনার সংসারে। ছিল চিকেন এবং মাটন, দু ধরণেরই বিরিয়ানি। আর সেই বিরিয়ানি খেয়ে রিভিউ দিতে দেখা গেল শ্বেতা-রুবেলকে (Serial)। দুজনেই জানালেন, খুবই ভালো বিরিয়ানি, নরম মাংসের পিস। এই প্রথম তাঁরা সোনার সংসারে আয়েশ করে ডিনার করেছেন। নয়তো স্ন্যাকস খেয়েই বাড়ি চলে যান। এখানেই শেষ নয়। শেষ পাতে গরম গরম জিলিপিও ছিল মিষ্টি মুখের জন্য। সেই সঙ্গে ছিল আরো নানান রকম খাবারের আয়োজন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর