বাজেটের ধাক্কায় দালাল স্ট্রিটে অস্থিরতা, আদৌ লাভের মুখ দেখলেন লগ্নিকারীরা?

বাংলাহান্ট ডেস্ক : মোদী সরকার ৩.০ এর প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2025), ১ লা ফেব্রুয়ারি সেই দিকেই নজর ছিল গোটা দেশের। বাজেট ঘিরে বড়সড় ঝড় উঠততে পারে ভারতীয় শেয়ার বাজারে। এক ধাক্কায় উঠতে পারে শেয়ার কিংবা হতে পারে বিরাট পতন, এমনটাই মনে করেছিলেন ওয়াকিবহাল মহল। কিন্তু কার্যক্ষেত্রে তেমন কিছুই ঘটতে দেখা গেল না।

বাজেটের (Budget 2025) কী প্রভাব পড়ল শেয়ার বাজারে

বাজেটের (Budget 2025) প্রভাব সেই অর্থে পড়েনি শেয়ার বাজারের উপরে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট (Budget 2025) পেশ করার সময়ে বেশ অস্থিরতা দেখা গিয়েছিল শেয়ার বাজারে। কিন্তু দিনের শেষে মাত্র ৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স আর বাজার বন্ধের সময় নিফটি সূচক পড়েছে ২৬ পয়েন্ট। উল্লেখ্য, আজ শনিবার বাজেটের জন্য খুলে রাখা হয়েছিল বাজার। কিন্তু বিশেষ লাভ হল না।

What happened in share market today due to budget 2025

কী লাভ হল লগ্নিকারীদের: ইদানিং একাধিক কারণে শেয়ার বাজারে বেশ মন্দার সম্মুখীন হচ্ছেন লগ্নিকারীরা। তাই বাজেটের (Budget 2025) উপরে আশা ছিল অনেকেরই। অর্থাৎ কোনো শিল্পে বরাদ্দ কিংবা বিনিয়োগের নিয়ম বদলের ঘোষণায় ইতিবাচক রদবদল হতে পারে শেয়ার বাজারে, এমনটাই আশা ছিল। কিন্তু তেমন কিছু না ঘটায় দিনের শুরুতে বাজার উর্দ্ধমুখী থাকলেও বাজেট (Budget 2025) বক্তৃতা শেষ হতেই ঝিমিয়ে পড়ে শেয়ার বাজার।

আরো পড়ুন : ছবি পিছু পারিশ্রমিক লাখ লাখ টাকা, তবুও টালিগঞ্জের রাস্তায় ভিক্ষে করতে হয়েছিল উত্তমকুমারকে! কেন?

কোন শেয়ার উঠল পড়ল: উল্লেখ্য, শনিবারের বাজেটে (Budget 2025) ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরে বেশি জোর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এর জেরে বড় শেয়ারগুলিতে লেগেছে ধাক্কা। ভারত ইলেকট্রনিক্স, সিপলার মতো সংস্থার বিনিয়োগকারীরা পড়েছেন লোকসানের মুখে। তবে বৈদ্যুতিক যন্ত্রাংশে শুল্ক কমানোয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারে উন্নতি হয়েছে। পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত সংস্থা, জোম্যাটোর মতো সংস্থার শেয়ারও বেড়েছে।

আরো পড়ুন : Breaking: শেষমেষ দখল সাতটার স্লট, নতুন মেগাকে জায়গা দিতে সরল এই ধারাবাহিক!

যদিও বিশেষজ্ঞ মহল মনে করছে, বাজেটে (Budget 2025) আয়করে বিপুল ছাড় দেওয়ায় শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণ বাড়বে। আগে ব্যবসায়ীরা অভিযোগ করেছিলেন, মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতা কমায় বাজারে চাহিদা বাড়ছে না। কিন্তু এবার ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে বাজার পুনরুজ্জীবিত হবে বলেই আশা রাখছে ওয়াকিবহাল মহল। তবে শেয়ার বাজার থেকে বিরাট লাভের আশা রাখছেন না তাঁরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর