বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তানের (India-Pakistan) সংঘাতের বিষয়টি থেকে আমেরিকা দূরে থাকবে, এমনটাই বারবার বলা হয়েছিল মার্কিন প্রশাসন থেকে। কিন্তু শেষমেষ গত ১০ ই মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন ‘মধ্যস্থতা’য় ভারত-পাক (India-Pakistan) সংঘর্ষ বিরতির কথা ঘোষণায় শোরগোল পড়ে বিভিন্ন মহলে। ট্রাম্প নিজের বার্তায় লিখেছিলেন, ‘একটা লম্বা রাতের আলোচনা’র পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে আসতে রাজি হয়। কিন্তু ঠিক কী হয়েছিল ৯ ই মে রাত এবং ১০ ই মে বিকেলের মধ্যে? এবার সামনে এল চাঞ্চল্যকর কিছু তথ্য।
ভারত-পাক (India-Pakistan) সংঘর্ষ বিরতি নিয়ে মোদীকে ফোন ভান্সের
নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, ইন্টেলিজেন্স সূত্রে বড়সড় কিছু আশঙ্কার খবর পেয়েই নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার ভান্স মোদীকে ফোন করে বলেন, হিংসা কোনো ‘নাটকীয় মোড়’ নেওয়ার এক বড় সম্ভাবনা রয়েছে, যা কিনা যুদ্ধের রূপ নিতে পারে।
পাকিস্তান নিয়ে কড়া জবাব প্রধানমন্ত্রীর: রিপোর্টে প্রকাশ পেয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভান্সের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেও উত্তেজনা কমানোর ব্যাপারে তাঁর কোনো পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। বরং তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান (India-Pakistan) যদি কিছু করার সাহস দেখায়, ভারতের উত্তর ‘আরো শক্তিশালী এবং বিধ্বংসী’। উল্লেখযোগ্য ভাবে, ওই রাতেই ভারতের ২৬ টি শহরে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। পালটা ভারতের জোরালো প্রত্যাঘাতে বড়সড় ক্ষতিও দেশটির।
On the New York Times report, Prime Minister Narendra Modi told US Vice President JD Vance clearly that if Pakistan does something, the response will be more devastating and strong. On the same night, Pakistan attacked 26 sites and India responded very strongly. Strikes were… pic.twitter.com/XcT0uucCSQ
— ANI (@ANI) May 11, 2025
আরো পড়ুন : অনলাইনেই কাটা যাবে টিকিট, ভোগান্তি কমাতে এবার এক ক্লিকেই মিলবে বাসের সব তথ্য
পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত: ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, অপারেশন সিঁদুর-এ মোট ৯ টি জঙ্গিঘাঁটিতে হামলা করেছিল ভারত। তাতে ১০০-র ও বেশি জঙ্গি নিকেশ হয়েছে। পরবর্তীতে পাকিস্তানের (India-Pakistan) হামলার জবাব দিতে অন্তত ৮ টি এয়ারবেস উড়িয়ে দেয় ভারত। এছাড়াও পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার সিস্টেমও ধ্বংস করে দেয় ভারত।
আরো পড়ুন : নিশানায় করাচি! আরব সাগরে প্রতিরক্ষার দেওয়াল তুলে যেভাবে ভারতকে আগলেছে নৌসেনা…
উল্লেখ্য, শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, আমেরিকার ‘মধ্যস্থতা’ ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। পরবর্তীতে পাকিস্তানও এর জন্য আমেরিকাকে ধন্যবাদ জানায়। তবে ভারত কোনো তৃতীয় পক্ষের নাম উল্লেখ করেনি। বিদেশ সচিব বিক্রম মিস্রি স্পষ্ট বলেন, শনিবার দুপুরে ভারতের DGMO-র কাছে পাকিস্তানের DGMO-র ফোন এসেছিল। পাকিস্তানের সংঘর্ষ বিরতির আর্জির পরেই রাজি হয়েছে ভারত।