বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। জাতীয় স্তরেও পেয়েছেন স্বীকৃতি। সবকিছু চলছিল ভালোই। হঠাৎই কাটল তাল! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) । আর সেই ছবি শেয়ার করতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে।
হাসপাতালে ভর্তি রুক্মিণী (Rukmini Maitra)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন রুক্মিণী (Rukmini Maitra)। ছবি দেখেই বোঝা গিয়েছে, হাসপাতালের বেডে শুয়ে তা তুলেছেন অভিনেত্রী। তাঁর এক হাতে স্যালাইনের চ্যানেল করা। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘হাল ছাড়া যাবে না, লড়াই চালাচ্ছি’। হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হল কেন রুক্মিণীকে (Rukmini Maitra)? কী হয়েছে তাঁর?
কী হল অভিনেত্রীর: জানা গিয়েছে, কিছুদিন ধরেই জ্বরে ভুগছেন রুক্মিণী (Rukmini Maitra)। সম্প্রতি ‘খাদান’ এর ৫০ দিন পূর্তি উপলক্ষে দেবের আয়োজিত সাকসেস পার্টিতে কিছুটা দেরি করে পৌঁছেছিলেন রুক্মিণী (Rukmini Maitra)। সে সময় থেকেই তিনি জ্বরে কাবু ছিলেন বলে খবর। শনিবার রাতে অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী। তারপরেই হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, শারীরিক দুর্বলতার কারণেই রুক্মিণীকে (Rukmini Maitra) হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
আরো পড়ুন : গ্ল্যামার জগৎ ছেড়ে হাইকোর্টের আইনজীবী! জনপ্রিয়তা সত্ত্বেও অভিনয় ছাড়লেন কেন টেলি নায়িকা?
বার্তা দিয়েছেন পরিচালক: এদিকে বিনোদিনী পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও হাসপাতাল থেকে রুক্মিণীর (Rukmini Maitra) ছবি শেয়ার করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘তুমি একজন যোদ্ধা রুক্মিণী (Rukmini Maitra)। আমাদের ছবির এই সংলাপটা মনে আছে? “এই জেদটা কোনোদিন ছাড়িস নে…” হরি গুরু, গুরু হরি!’ সঙ্গে তিনি আরো লিখেছেন, ‘ওই দুটো রামধনুর কথা মনে আছে?
আরো পড়ুন : পালাবদলের পরেই শুরু অ্যাকশন! কোনও ফাইল যাতে “আড়াল” না হয় সেজন্য সতর্ক দিল্লির সচিবালয়
হাসপাতালে ভর্তি রুক্মিণীর (Rukmini Maitra) মনোবল বাড়িয়েছেন রামকমল। তবে জানা গিয়েছে, জ্বরের কারণেই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। তবে এখন তিনি অনেকটাই স্থিতিশীল আছেন। অনুরাগীরাও প্রার্থনা করছেন, রুক্মিণী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।