চোখ-মুখ ফুলে ঢোল, চেনাই যাচ্ছে না! হঠাৎ কী হল দিশা পাটানির?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের (Bollywood) সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছেন দিশা পাটানি (Disha Patani)। কখনও মুখ্য চরিত্রে অভিনয় করে তো কখনও আবার নাচের মাধ্যমে তিনি মন জয় করে নিয়েছেন হাজারো ভক্তের। প্রথমবার অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে তিনি বেশ জনপ্রিয়।

সকলেই মনে করেন দিশা পাটানি মানেই হট এবং উজ্জ্বল ত্বক। কিন্তু সবসময় তো এমনটা নাও হতে পারে। এবার সকলের সেই ভুলই ভেঙ্গে দিলেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন নো মেকআপ লুক ছবি। যা দেখে রীতিমত অবাক নেটদুনিয়া। যদিও অভিনেত্রীর এই হলো রূপ দেখে সমালোচকেরা রে রে করে ধেয়ে এলেন কটাক্ষ করতে।

Disha Patani

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দিশা। মুহূর্তের মধ্যেই কমেন্ট বক্স ভরে গেল কটাক্ষের বন্যায়। অনেকেরই মতে, ‘প্লাস্টিক সার্জারি করিয়েছেন দিশা’। কেউবা লিখলেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকতে গেলে মুখ বদল করতেই হবে’। কেউ আবার লিখলেন, ‘বোলতা কামড়ে দিল নাকি’? এক কথায় বলতে গেলে, নেতিবাচক মন্তব্যে ভরেছে অভিনেত্রীর কমেন্ট বক্স।

Disha Patani প্রিয় অভিনেত্রীর হঠাৎ করে কি হলো তা জানতে চেয়েছেন ভক্তরা। এদিন সাদা হল্টার নেক টপে দেখা গেল দিশাকে। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় সঙ্গে একটি পার্টিতে হাজির ছিলেন দিশা। দুজনকেই দেখা গেছিল স্বল্প পোশাকে। অভিনেত্রীর রূপ দেখে প্রশংসার ঝড় উঠেছিল নেট দুনিয়ায়। তবে সেসব এখন অতীত। মুখ ফোলা ছবি পোস্ট করে ভক্তদের মন ভেঙেছেন টাইগার শ্রফের প্রাক্তনী।

 

মাত্র কয়েকদিন আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে দিশা পাটানি অভিনীত ছবি ‘এক ভিলেন রিটার্নস’। যদিও সেভাবে আসেনি সাফল্য। তবে হাল ছেড়ে দিতে নারাজ অভিনেত্রী। খুব শীঘ্রই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। তাঁকে দেখা যাবে ‘যোদ্ধা’ ছবিতে।

additiya

সম্পর্কিত খবর