গলে গলে পড়ছে হাত, পা! এ কী অবস্থা মার্কিন প্রেসিডেন্টের?

   

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে তীব্র গরমে জর্জরিত সকলেই। তবে, গরমের দাপট শুধুমাত্র যে আমাদের দেশেই রয়েছে তা কিন্তু নয় বরং, বিদেশেও চলতি বছরে ভালোই প্রভাব দেখাচ্ছে আবহাওয়া। ঠিক এই আবহেই এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, আমেরিকার (America) ওয়াশিংটন ডিসিতে গলে গেল দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের (Abraham Lincoln) ছয় ফুট উঁচু মোমের মূর্তি।

আমেরিকার মহান নেতাদের মধ্যে গণ্য করা লিঙ্কনের মূর্তিটি ওয়াশিংটন ডিসির তীব্র দাবদাহ সহ্য করতে পারেনি। যার কারণে ওই মূর্তিটি গলে যাওয়ার কারণে সেটি বিকৃত হয়ে যায়। জানিয়ে রাখি যে, ওয়াশিংটন ডিসির একটি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে আব্রাহাম লিংকনের একটি মোমের মূর্তি স্থাপন করা হয়। এমতাবস্থায়, গরমের কারণে লিংকন মেমোরিয়ালের এই মূর্তির মাথা গলে যায়। এদিকে, সোমবারের মধ্যে ওই মূর্তির ডান পাও গলে গেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত শনিবার ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই গরম মোমের মূর্তিটি সহ্য করতে পারেনি। এই মূর্তিটি তৈরি করেছিলেন আমেরিকান শিল্পী স্যান্ডি উইলিয়ামস IV। যেটি এই বছরের ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম ওয়াশিংটনের স্কুল ক্যাম্পাসের বাইরে স্থাপন করা হয়েছিল। এদিকে, মূর্তি স্থাপনকারী সংগঠন কালচারাল ডিসি, জানিয়েছে যে, গরমের কারণে মূর্তিটি গলে যাওয়ার পরে, তাঁদের কর্মীরা মূর্তির মাথাটি সরিয়ে দিয়েছে। যাতে সেটি পড়ে গিয়ে ভেঙে না যায়।

আরও পড়ুন: বন্দে ভারতের গতিতে “ব্রেক”! কম স্পিডে চলবে ট্রেন! এই কারণে বড় সিদ্ধান্ত রেলের

আমেরিকায় প্রবল গরম: কালচারাল ডিসি জানিয়েছে যে, লিংকনের ৩,০০০ পাউন্ডের ওই মোমের মূর্তির ওপর চরম তাপমাত্রা বড় প্রভাব ফেলেছে। লিংকনের ওই মূর্তিটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত ওই স্কুলে রাখার কথা থাকলেও গরম এই পরিকল্পনাকে প্রভাবিত করেছে।

আরও পড়ুন: সরে গেল “পথের কাঁটা”! ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চরম সুখবর টিম ইন্ডিয়ার জন্য

জানিয়ে রাখি যে, আমেরিকার বিস্তীর্ণ অংশে এই বছর তাপমাত্রার চরম প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আবহাওয়াবিদরা এই মাসে আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলে বসবাসকারী মানুষদের তাপপ্রবাহের জন্য প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করেছেন। উল্লেখ্য যে, আমেরিকার মানুষ গত কয়েক দশকের মধ্যে এখন সবচেয়ে বেশি গরমের সম্মুখীন হচ্ছে। আমেরিকান আধিকারিকরাও অত্যধিক গরমের কারণে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর