নিশ্চিন্তে উঠেছিলেন ট্রেনের AC কোচে! তারপরেই যা ঘটল….সারাজীবন থাকবে মনে

বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে সফরের ক্ষেত্রে যাত্রীদের প্রয়োজন হয় নির্দিষ্ট টিকিটের। এমতাবস্থায়, বিনা টিকিটে যাত্রীদের ধরতে এবার রেল (Indian Railways) দ্বারা একটি বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হচ্ছে। মূলত পূর্ব-মধ্য রেলের এই অভিযানে স্টেশনের পাশাপাশি ট্রেনেও চেকিং চালানো হচ্ছে। এমতাবস্থায়, AC কোচে অবৈধভাবে যাতায়াতকারী যাত্রীদের বিরুদ্ধেও চেকিং অভিযান চলছে বলে জানা গিয়েছে। দানাপুর থেকে শুরু করে সোনপুর, সমস্তিপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ধানবাদ পাঁচটি রেলওয়ে বিভাগে একসাথে এই বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়।

এই অভিযানে, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, আরাহ, বক্সার, মোকামা, সাসারাম, জেহানাবাদ, গোমোহ, কোডারমা, ডাল্টনগঞ্জ, হাজিপুর, মুজাফফরপুর, বারাউনি, খাগরিয়া, সমস্তিপুর, দ্বারভাঙ্গা, মধুবনী, সীতামারহি, রকসৌল, বেত্তিয়া, সহরসা, দিলদারনগর, হাজারিবাগ রোডের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে রেলের আধিকারিকরা থেকে শুরু করে টিটিই এবং বিপুল সংখ্যক রেলওয়ে সুরক্ষা বাহিনী উপস্থিত ছিলেন।

   

ট্রেনের এসি কামরায় ওঠার সময় যা ঘটেছিল।

সমস্ত গুরুত্বপূর্ণ মেল-এক্সপ্রেস ট্রেন যেমন ১৫৭১৫ কিষাণগঞ্জ-আজমের গরীব নওয়াজ এক্সপ্রেস, ১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস, ১২৩৯১ রাজগীর-নতুন দিল্লি শ্রমজীবী ​​এক্সপ্রেস, ১৫৯০৯ অবধ আসাম এক্সপ্রেস, ১২৩৮২ নিউ দিল্লি-হাওড়া এক্সপ্রেস, ১২৩৮২ নিউ দিল্লি-হাওড়া এক্সপ্রেস, ১২৮০২ মগধ এক্সপ্রেস, ০২৭৫০ নিউ দিল্লি-দ্বারভাঙ্গা ক্লোন এক্সপ্রেসের AC কোচে বিশেষ চেকিং করা হয়েছিল।

আরও পড়ুন: চিনের এই কেলেঙ্কারিতে শোরগোল গোটা বিশ্বে! শাস্তির পাশাপাশি এবার দিতে হবে বিপুল অঙ্কের জরিমানা

এদিকে, ট্রেন নম্বর ১২৫৫৪ নয়াদিল্লি-বারউনি এক্সপ্রেসের প্যান্ট্রি কারে বেআইনিভাবে ভ্রমণকারী এক যাত্রী ধরা পড়েন। এর পাশাপাশি, সমস্ত যাত্রীবাহী ট্রেন এবং মেমু ট্রেনেও চেকিং অভিযান চালানো হয়েছিল।

আরও পড়ুন: বাংলায় DA অসন্তোষের মধ্যেই দারুণ সুখবর দিল কেন্দ্র, কপাল খুলল সরকারি কর্মীদের

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, এই বিশেষ চেকিং অভিযানে ১১,৫০০ জন টিকিটবিহীন যাত্রী ধরা পড়েছে। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৮৫ লক্ষ টাকা। উল্লেখ্য, পূর্ব-মধ্য রেলের পাঁচটি বিভাগে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের ক্রমাগত ধরা হচ্ছে। এমতাবস্থায়, ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর