বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘দাবাং’ খান সলমন খান (Salman Khan)। ‘বেপরোয়া’ হাবভাবের জন্যই জনপ্রিয় তিনি। তাঁর রগচটা মেজাজের সঙ্গেও সকলে পরিচিত। ভাইজানের এই মেজাজের ‘বলি’ও হতে হয়েছে অনেককেই। কিন্তু এখন পাশা পালটে গিয়েছে। বিগত প্রায় দেড় বছর ধরে নিশানায় সলমন খান (Salman Khan)। ক্রমাগত পাচ্ছেন খুনের হুমকি। নিরাপত্তা আরো আঁটোসাঁটো হয়েছে তাঁর। তবে মাথার উপরে ঝুলতে থাকা হুমকির খাঁড়া নিয়েই নিজের কাজ করে চলেছেন তিনি।
সলমনের (Salman Khan) সর্বক্ষণের সঙ্গী দেহরক্ষী শেরা
সম্প্রতি ‘সিকন্দর’ এর শুটিং সেরেছেন এমন ভাবেই। করেছেন বিগ বস এর শুটিংও। বিভিন্ন শোতেও অংশ নিতে দেখা যাচ্ছে অভিনেতাকে। তবে নিরাপত্তায় যাতে কোনো ফাঁক না থাকে সেদিকে সবসময় কড়া নজর রয়েছে তাঁর সবসময়ের ছায়াসঙ্গী শেরার। সলমনের পাশেই সর্বক্ষণ দেখা যায় তাঁকে। শুটিং থেকে শুরু করে আদালত পর্যন্তও ভাইজানের সঙ্গে থাকেন তিনি। একবারের জন্যও ‘মালিক’কে চোখের আড়াল করেন না শেরা। সলমনও (Salman Khan) তাঁকে দেখেন নিজের পরিবারের সদস্য হিসেবে।
বিমানবন্দরে ঘটে তিক্ত ঘটনা: দীর্ঘদিনের দেহরক্ষী শেরার উপরে অগাধ আস্থা সলমনের (Salman Khan)। আর সেই বিশ্বাসের মর্যাদা রাখারও চেষ্টা করেন তিনি। এর জন্য কঠোর হতে হলেও সই। রবিবার সকালে মুম্বই বিমানবন্দরেই ঘটল এমন এক তিক্ত ঘটনা। এদিন সকালে নিরাপত্তায় ঘেরাও হয়ে বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন সলমন (Salman Khan)। কোনো ছবি তুলবেন না বলেই শেরাকে নির্দেশ দেওয়া ছিল। কিন্তু ভাইজানকে দেখা মাত্রই হুড়োহুড়ি পড়ে যায় পাপারাৎজির মধ্যে।
আরো পড়ুন: কম খরচে ফার্স্ট ক্লাস চিকিৎসা পরিষেবা, পুজোর আগেই শহরে খুলে যাচ্ছে ‘বাজেট হাসপাতাল’
মেজাজ হারান শেরা: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, শেরা বারবার দূরে সরে যেতে বলছেন পাপারাৎজিকে। কিন্তু সে কথা কেউ কানে তুললে তো! এরপরেই এগিয়ে এসে শেরা বলেন, এখানে কেউ দাঁড়াবেন না। কয়েকজনকে ঠেলে সরিয়েও দেন তিনি। তা সত্ত্বেও কাজ না হলে মেজাজ হারিয়ে বসেন শেরা। জোর ধমক দিয়ে তিনি বলে ওঠেন, অনেক হয়েছে, যান! এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও বকা খান তাঁর কাছে।
আরো পড়ুন : বাংলাকে বদনাম করার চেষ্টা, সীমান্ত দিয়ে হামলাকারী ঢোকাচ্ছে BSF: কুণাল
প্রসঙ্গত, বেশ অনেকদিন ধরেই হুমকি পেয়ে চলেছেন সলমন (Salman Khan)। এমনকি তাঁর বাবা সেলিম খানও পেয়েছেন হুমকি। তারপরেই নিরাপত্তা বাড়ানো হয় অভিনেতার। যদিও শেরাকে হাতছাড়া করেননি সলমন।