বাতিল ২৬ হাজার চাকরি! এবার কারা দেখবেন উচ্চ-মাধ্যমিক পরীক্ষার খাতা? জানিয়ে দিল সংসদ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের এক নির্দেশে ওলট-পালট হয়ে গিয়েছে রাজ্যের হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মীদের (SSC Recruitment Scam) ভবিষ্যৎ। রাতারাতি চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন তাঁদের সকলের পরিবার-পরিজনরাও। এছাড়া একসাথে এতজন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়েও। সংশয় তৈরি হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও। কিছুদিন আগেই রাজ্যে শেষ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই শুরু হয়েছে পড়ুয়াদের খাতা দেখার কাজ। কিন্তু একসাথে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি চলে যাওয়ায় শিক্ষা ব্যবস্থার ওপর তার কি প্রভাব পড়তে চলেছে আগামী দিনে? এ প্রসঙ্গে কি মত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের?

উচ্চ-মাধ্যমিক পরীক্ষার খাতা দেখবে কারা? (SSC Recruitment Scam)

সুপ্রিম নির্দেশে বৃহস্পতিবার ২৬ হাজার চাকরি (SSC Recruitment Scam) বাতিলের রায় ঘোষণা হতেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে নবান্ন। জরুরী ভিত্তিতে বৈঠকে বসে রাজ্যের শিক্ষা দপ্তর। এই প্রসঙ্গে টিভি নাইন বাংলায় রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে। তবে পরীক্ষার খাতা দেখার বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, এই চাকরি যাওয়া কিছুটা হলেও প্রভাব ফেলতে চলেছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলের পর চাপে মধ্যশিক্ষা পর্ষদ! এবার বড় পদক্ষেপ নিলেন প্রধান শিক্ষকরা

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতে ২৬ হাজার চাকরি (SSC Recruitment Scam) বাতিলের ব্যাপারে যখন রায় ঘোষণা করা হচ্ছে তখন অন্যান্য দিনের মতোই স্কুলে ডিউটিতে এসেছিলেন অধিকাংশ শিক্ষকরাই। সেখান থেকেই ফোনে তাঁরা জানতে পারেন চাকরি বাতিল হওয়ার খবর। যা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিন ধরে কর্মরত শিকক-শিক্ষিকারা। স্যার-ম্যাডামরা আর ক্লাস নেবেন না জানতে পেরে কেঁদে ভাসায় কচিকাঁচারাও।

Higher Secondary

রাজ্য জুড়ে একাধিক সরকারি স্কুলগুলিতে নেমে এসেছে এমনই বিপর্যয়। একাধিক জেলায় শয়ে শয়ে শিক্ষক চাকরি হারিয়েছেন। রাজ্যের এমনই একটি স্কুল হল মুর্শিদাবাদের ফারাক্কা অর্জুনপুর হাই স্কুল। ওই স্কুলের মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৬০। সুপ্রিম নির্দেশে তাদের মধ্যে চাকরি হারিয়েছেন ৩৬ জন। তাই এখন আর মাত্র ২৪ জন শিক্ষক রয়েছেন ওই স্কুলে। মোটের ওপর এই একই ছবি ধরা পড়ছে রাজ্যের জেলায়-জেলায়।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X