‘জানুয়ারিতেই..,’ দল টিকিট না দিলে ঠিক কী করতে চলেছেন? বিস্ফোরক হুমায়ুন কবীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সংবাদ শিরোনামে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক (Trinamool Congress MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir)। বিতর্কিত মন্তব্য করে হামেশাই লাইমলাইটে উঠে আসেন জোড়াফুল বিধায়ক। এবারেও তার অন্যথা হল না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে সম্প্রতি দোলের কোপের মুখে পড়েছেন হুমায়ুন। তাকে শোকজ করে জবাব চেয়ে পাঠিয়েছিল দল।

ঠিক কী বললেন হুমায়ুন? Humayun Kabir

এদিন দলের শোকজ নোটিসের জবাব দিয়েছেন হুমায়ুন। তবে নিজের আচরণের জন্য ক্ষমা চাননি বিধায়ক। উল্টে তার পরিষ্কার বক্তব্য, “আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক।” তিনি এও বলেন, মুসলিম মায়ের পেটে তার জন্ম। সেই সময় তৃণমূল বলতে কিছু ছিল না।

শনিবার এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতা সাফ জানিয়ে দিলেন, যদি আগামী বিধানসভা নির্বাচনে তাকে যদি টিকিট না দেওয়া হয় তবে তিনি কী করবেন। দল যদি এই ধরনের মন্তব্যের জন্য বহিষ্কার করেন বা সাসপেন্ড করে বা যদি বিধানসভা নির্বাচনে টিকিট না দেন তাহলে ঠিক কী সিদ্ধান্ত নেবেন সেই প্রশ্ন করা হয় তাকে।

ভরতপুরের বিধায়ক বলেন, ‘যদি-কিন্তু’-র মতো প্রশ্নের জবাব তিনি দেবেন না। তবে এরম কিছু ঘটলে কী সিদ্ধান্ত নেবেন তা আগামী বছরের জানুয়ারি মাসেই জানিয়ে দেবেন বলে জানিয়েছেন বিধায়ক। বিদ্রোহী তৃণমূল নেতা বলেন, “দল যদি ২০২৬-এর নির্বাচনে আমাকে লড়ার সুযোগ দেন নেত্রীর সম্মানের জন্য আমি লড়ব।”

আরও পড়ুন: তাপমাত্রা বাড়তেই বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? একনজরে আবহাওয়ার খবর

একইসাথে হুমায়ুন বলেন, ‘যদি-কিন্তুর কোনো জবাব আমি দেব না। কার হয়ে লড়ব, নাকি কারও সঙ্গে সমঝোতা করে লড়ব, নাকি আমি নিজেই নিজের একটা দল খুলে লড়ব সেটা আগামী মাসে জানুয়ারি মাসে ঢাক ঢোল পিটিয়ে জানাব।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X