দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ক্রস রাখলেন মেসি, ডাইভিং হেডারে জালে বল জড়ালেন CR7! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তারা দুজন একবিংশ শতাব্দীর দুই ফুটবল কিংবদন্তি। তারা দুজনেই গত ২০ বছর ধরে ভক্তদেরকে একাধিক সুখস্মৃতি উপহার দিয়েছে। তাদের ফুটবল খেলা দেখার জন্য রাত জেগেছে কোটি কোটি ফুটবলপ্রেমী। একজন যদি হন ব্রহ্মার মতো সৃষ্টিশীল তাহলে অপরজন নটরাজের মতো ধ্বংসের প্রতীক। দুজনেই একাধিক বার বিষ্ণুর মতো নিজ নিজ দলকে একার হাতে রক্ষা করেছেন। তাই আজকের দিনে লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নামদুটির মাহাত্ম্য ফুটবলের সবুজ মাঠের গালিচা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আরও অনেক দূর পর্যন্ত।

আমরা ক্রিকেটের মাঠে এই প্রজন্মের সেরা দুই ক্রিকেটার বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সকে একসঙ্গে ব্যাটিং করতে দেখেছি। নিজেদের ক্যারিয়ারের শেষ লগ্নে এসে একসঙ্গে জুটি বেঁধে প্রদর্শনী ম্যাচ হলেও একসঙ্গে খেলেছেন দুই সর্বকালের সেরা টেনিস কিংবদন্তি ফেডেরার এবং নাদাল। কিন্তু ফুটবল ভক্তরা কোনদিনও লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একই দলের জার্সিতে মাঠে নামতে দেখেননি।

বরং তারা বরাবরই একে অপরের কট্টর প্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসিকে মানা হয় ভগবানের মতো। আর রোনাল্ডো হলেন বার্সেলোনার সবচেয়ে বড় প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা ফুটবলার। তাদের দুজনকে বরাবরই একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে দেখতে অভ্যস্ত সকলেই। কিন্তু কি হত যদি দুই কিংবদন্তি একসঙ্গে একই দলের জার্সি গায়ে মাঠে নামতেন?

সম্প্রতি এই প্রশ্নের একটি উত্তর খোঁজার চেষ্টা করেছেন এক ফুটবল ভক্ত। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একাধিক খেলার ক্লিপিং জোগাড় করেছেন তিনি। সেখান থেকে সুপার ইম্পোজিশনের মাধ্যমে তিনি দুটি ভিডিওকে একই লয়ে জুড়ে দিয়েছেন। ফলে ভিডিওটিতে তৈরি হয়েছে এক মায়ার জগত। ভিডিওটিতে দেখা যাচ্ছে দুজন ডিফেন্ডারকে অতিক্রম করে সামনের দিকে একটি ক্রস বাড়ালেন মেসি এবং সেখান থেকে অসাধারণ ড্রাইভিং হেডারে গোলরক্ষককে পরাস্ত করলেন রোনাল্ডো।

ভিডিওটি প্রকাশ মাত্র সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কৃত্রিমভাবে হলেও দুই বিশ্বসেরা ফুটবলারকে একে অপরের সঙ্গে ছন্দ মেলাতে দেখে অভিভূত ভক্তরা। ইতিমধ্যেই ৭০,০০০-এর বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটির শেয়ার এবং লাইকের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর