বহুমূল‍্য জিনিসে ঠাসা, কী থাকে ‘কফি উইথ করন’এর বহুমূল‍্য হ‍্যাম্পারে যার জন‍্য চুলোচুলি করেন তারকারা?

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন পেতে কে না ভালবাসে? আর তাতে মিশে থাকে একটু বিতর্ক, একটু গসিপ তবে তো সোনায় সোহাগা। এক ছাদের তলায় এমনি রকমারি বিনোদনের সম্ভার নিয়ে হাজির হন করন জোহর (Karan Johar), তাঁর ‘কফি উইথ করন’ (Koffee With Karan) চ‍্যাট শোতে। ছয় সিজন ধরে সাফল‍্যের সঙ্গে চলার পর সদ‍্য সপ্তম সিজন শুরু হয়েছে শোয়ের।

কফি উইথ করন মানেই বলিউডের অন্দরে উঁকি দেওয়ার চাবিকাঠি। প্রিয় তারকারাও যে পরনিন্দা পরচর্চা করেন তা দেখতে, শুনতে, জানতে পছন্দ করেন অনেকেই। সে যত বিতর্কই হোক না কেন। দর্শকরা তো পাচ্ছেন মুচমুচে বিনোদন। আর তারকারা? অতিথি হয়ে এসে গল্প করার জন‍্য তাঁরা কি পান করনের থেকে?


উত্তর হল গিফট হ‍্যাম্পার। কফি উইথ করন শোতে দর্শকদের সবথেকে প্রিয় রাউন্ড হল র‍্যাপিড ফায়ার। যেখানে করন জেনেবুঝে কিছু বিতর্কিত, উসকানিমূলক প্রশ্ন রাখেন তারকাদের সামনে। যারা বিন্দুমাত্র ইতস্তত না করে, সোজাসাপটা উত্তর দেন তাদের ভাগ‍্যেই জোটে ওই হ‍্যাম্পার। উত্তর যত বিতর্কিত হবে হ‍্যাম্পার পাওয়ার সুযোগ তত বেশি।

এখন প্রশ্ন হচ্ছে হ‍্যাম্পারটিতে কী এমন থাকে যার জন‍্য এত মরিয়া হয়ে ওঠেন তারকারা? এমনিতে হ‍্যাম্পারটির মূল‍্য কয়েক লাখ টাকা। তবে সপ্তম সিজনে করন নিজের পছন্দ মতো আরো কিছু জিনিস দিয়ে হ‍্যাম্পারটির মূল‍্য এবং প্রলোভন দুটোই বাড়িয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, হ‍্যাম্পারটিতে থাকে একটি কফি ফ্রেঞ্চ প্রেস, বিশেষ ভাবে বানানো রোস্টেড কফি এবং একটি কফি মগ।

koffee hamper final
নতুন করে করন আরো কিছু জিনিস হ‍্যাম্পারে যোগ করেছেন যার মধ‍্যে রয়েছে কিছু বিশেষ চকোলেট, ব্রাউনি, একটি শ‍্যাম্পেনের বোতল, বহুমূল‍্য ব্লুটুথ স্পিকার্স, এছাড়াও থাকছে হ‍্যান্ডমেড সাবান, ত্বক পরিচর্যার জিনিসপত্র এবং কয়েক লাখ টাকার গিফট ভাউচার। বলা বাহুল‍্য, তারকারাও এমন একটি হ‍্যাম্পার বাড়ি নিয়ে যাওয়ার জন‍্য উঠেপড়ে লাগবেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর