বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের ‘করিৎকর্মা’ বউমা পল্লবী শর্মা (Pallavi Sharma)। ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি। এখনো পর্যন্ত বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে ‘কে আপন কে পর’ এবং বর্তমানে ‘নিম ফুলের মধু’ এই দুটি সিরিয়ালই জনপ্রিয়তার শীর্ষে থেকেছে তাঁর। প্রথম সারিতে উঠে এসেছেন পল্লবী (Pallavi Sharma)।
সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী (Pallavi Sharma)
কোনো সিরিয়ালে আইনজীবী, কোনোটায় আবার সাংবাদিকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন পল্লবী (Pallavi Sharma)। গল্পের গরু গাছে ওঠায় অনেক সময় ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে পল্লবীর জনপ্রিয়তা বরাবরই থেকেছে চর্চায়। কিন্তু বাস্তবে অভিনেত্রী কতদূর পড়াশোনা করেছেন, তা কি কেউ জানেন?
ছোট থেকেই দেখেছেন চড়াই উতরাই: ব্যক্তিগত জীবনে খুব কম বয়স থেকেই প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে পল্লবীকে (Pallavi Sharma)। তিনি যখন দ্বিতীয় শ্রেণিতে পড়েন তখন তাঁর মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। খুব কম বয়সে মা হারা হন পল্লবী। এরপর আইসিএসসি পরীক্ষা চলাকালীন নিজের বাবাকেও হারান তিনি। পল্লবী (Pallavi Sharma) একথা নিজেও জানিয়েছিলেন যে, সে সময় হবিষ্যি খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি।
আরো পড়ুন : ‘খাদান’ ঝড়েই থামছে না দেব-ম্যাজিক, মিঠুনের সঙ্গে জুটিতে আসছে ‘প্রজাপতি ২’! হয়ে গেল ঘোষণা
কতদূর পড়েছেন পল্লবী: রিপোর্ট অনুযায়ী, ভবানীপুর কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে বি কম গ্র্যাজুয়েট পাশ করেছেন পল্লবী (Pallavi Sharma)। তিনি যখন নবম শ্রেণিতে পড়েন তখনই নাকি অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছিলেন। ছোট থেকেই পড়াশোনা আর অভিনয় সমান তালে ব্যালেন্স করে চলেছেন তিনি।
আরো পড়ুন : ‘অন্য কোথাও এত…’, ভরা মঞ্চে ভারতের বদনাম! দিলজিৎকে একহাত নিয়ে সরব জাভেদ আলি
তবে পল্লবী (Pallavi Sharma) একবার জানিয়েছিলেন, অভিনেত্রী হওয়ার আদৌ ইচ্ছাই ছিল না তাঁর। কে আপন কে পর এর জবার মতো উকিল হতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল তাঁর জন্য। অভিনয়ের দৌলতেই আজ সারা বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন পল্লবী। নিম ফুলের মধুতে তাঁর ‘পর্ণা’ চরিত্রটি দর্শকদের ঘরের মেয়ের মতো হয়ে উঠেছে।