বলিউডে পা রেখেই ত্যাগ করেন বাবার দেওয়া নাম, অক্ষয় কুমারের আসল নামটা কী জানেন?

বাংলাহান্ট ডেস্ক: ‘খিলাড়ি কুমার’ বলতে এক ডাকে যে নামটা চোখের সামনে ভেসে ওঠে সেটা হল অক্ষয় কুমার (Akshay Kumar)। ইদানিং কেরিয়ারে ভাঁটার টান চললেও তাঁর স্টারডম অস্বীকার করার উপায় নেই কারোর। ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও শুধু যে বলিউডে তিনি পা রেখেছেন তাই না, খান অভিনেতাদের সাম্রাজ্যে রীতিমতো নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন।

তথাকথিত বহিরাগত হয়েও নিজের যোগ্যতায় বলিউডে জায়গা করেছেন অক্ষয়। উজ্জ্বল ফিল্মি কেরিয়ারের সঙ্গে সঙ্গে সম্পত্তিতেও বলিউড তথা দেশের প্রথম সারির ধনকুবেরদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। অক্ষয়ের ব্যাপারে অনুরাগীরা অনেক খোঁজ খবর রাখলেও তাঁর আসল নাম কি কেউ জানেন?

What is akshay kumar real name

না, অক্ষয় কুমার অভিনেতার আসল নাম নয়। আরো অনেক অভিনেতা অভিনেত্রীর মতো পিতৃদত্ত নাম বদলে অভিনয়ে জগতে এসেছেন তিনি। তাঁর আসল নাম হল রাজীব হরি ওম ভাটিয়া। শুধু নাম নয়, পদবী পর্যন্ত বদলে ফেলেছেন তিনি। কিন্তু এর নেপথ্যে কারণটা কী জানেন?

অমৃতসরে জন্ম রাজীব ওরফে অক্ষয়ের। সেনা অফিসারের পরিবারের ছেলে তিনি। অক্ষয় নিজেও মার্শাল আর্টে দক্ষ। অমৃতসর থেকে তাঁর পরিবার প্রথমে দিল্লি আসে, আর তারপর মুম্বই। হাই স্কুল পর্যন্ত পড়ে থাইল্যান্ড চলে গিয়েছিলেন অক্ষয়। সেখানে মার্শাল আর্টের শিক্ষা নেন তিনি। মুম্বই ফিরে মার্শাল আর্টের শিক্ষকও হয়েছিলেন তিনি।

অক্ষয়ের এক শিক্ষার্থীর বাবা যিনি মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তিনিই প্রথম তাঁকে প্রস্তাব দেন মডেলিংয়ে নাম লেখানোর। প্রথম বার একটি ফার্নিচার শো রুমের হয়ে মডেলিং করেছিলেন অক্ষয়। পাশাপাশি ব্যাকআপ ডান্সার হিসেবেও কাজ করতেন তিনি।

নায়ক হিসেবে প্রথম ছবি ‘দিদার’ হলেও তার আগে ছোটখাট চরিত্রে অভিনয় করতেন তিনি। প্রথম বার মহেশ ভাটের ‘আজ’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। এই ছবির সঙ্গেই জড়িত তাঁর নাম বদলের কিসসা। আসলে এই ছবিতে একজন মার্শাল আর্ট প্রশিক্ষক হয়েছিলেন তিনি। চরিত্রের নাম ছিল অক্ষয়।

মাত্র ১০ সেকেন্ডের চরিত্র হলেও অক্ষয় নামটা এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে রাজীব ভাটিয়া নাম বদলে অক্ষয় কুমার করে নেন তিনি। অক্ষয় কুমারই নিজের অফিশিয়াল নাম হিসেবে রেজিস্টার করিয়ে নেন অভিনেতা।


Niranjana Nag

সম্পর্কিত খবর