রাজধানীর নতুন আয়োজন, দিল্লি প্রিমিয়ার লিগ সম্পর্কে বিস্তারিত জানুন

রাজধানীতে শুরু হতে চলেছে একটি বিরাট প্রিমিয়ার লিগ। এই লিগের ফলে চান্স পাবে আরও একাধিক তরুণ ক্রিকেটাররা। লিগটির নাম দিল্লি প্রিমিয়ার লিগ। এই লিগে থাকবে মোট ১০টি দল। ৬টি ছেলেদের ও চারটি মেয়েদের। দিল্লির বিভিন্ন অংশকে দশটি দলে ভাঙা হয়েছে। আর এবার তাঁদের নিয়েই চলবে এই লিগটি। এই দিল্লি প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বীরেন্দ্র শেহওয়াগ। ১৭ আগস্ট শুরু হতে চলেছে এই লিগটি।

এই লিগে পুরোনো দিল্লির হয়ে মাঠে নামবেন ঋষভ পান্ত, ললিত যাদব, ইশান্ত শর্মা, অর্পিত রানা, শিবম শর্মা, প্রিন্স যাদব, মায়াঙ্ক গুসাইন, সনত সাংওয়ান, অঙ্কিত ভাদানা, যুগ গুপ্ত, কেশব দালাল, আয়ুষ সিং, কুশ নাগপাল, সুমিত চিকারা, অর্ণব বুগ্গা, বংশ বেদি , মনজিৎ, যশ ভরদ্বাজ, সম্ভাব শর্মা, লক্ষ্মণ। নয়া দিল্লির হয়ে খেলবেন আয়ুষ বাদোনি, কুলদীপ যাদব, প্রিয়াংশ আর্য, সুমিত মাথুর, দিভিজ মেহরা, কুনওয়ার বিধুরি, দিগ্ভেশ রাঠি, তেজস্বী দাহিয়া, রাঘব সিং, সৌরভ দেশওয়াল, সার্থক রায়, লক্ষে সেহরাওয়াত, তরুণ বিষ্ট, শুভম দুবেল, ধ্রুব সিং, ধ্রুব সিং। , মায়াঙ্ক গুপ্তা, আংশুমান হুডা, অনিন্দো নাহারে, দীপাংশু গুলিয়া।

Delhi Premier Leauge

দিল্লি প্রিমিয়ার লিগের (Delhi Premier Leauge) ব্র্যান্ড অ্যাম্বাসাডর বীরেন্দ্র শেহওয়াগ

ইস্ট দিল্লির হয়ে খেলবেন অনুজ রাওয়াত, সিমারজিৎ সিং, হিম্মত সিং, হিমাংশু চৌহান, হর্ষ ত্যাগী, বৈভব শর্মা, মায়াঙ্ক রাওয়াত, সমর্থ শেঠ, প্রণব পান্ত, সুজল সিং, হার্দিক শর্মা, রৌনক ওয়াঘেলা, অগ্রিম শর্মা, শান্তনু যাদব, ভগবান সিং, আংশ চৌধুরী। , সাগর খত্রী, শিবম কুমার ত্রিপাঠি, ঋষভ রানা, লক্ষা সাংওয়ান। সেন্ট্রাল দিল্লির হয়ে খেলবেন যশ ধুল, প্রিন্স চৌধুরী, হিতেন দালাল, জন্টি সিধু, লক্ষ থারেজা, যোগেশ শর্মা, মানি গ্রেওয়ার, কেশব দাবাস, শৌর্য মালিক, সৌরভ ডাগর, আরিয়ান রানা, সিদ্ধান্ত বনসাল, রজনীশ দাদার, সুমিত কুমার, কৌশল সুমন, দীপেশ বলিয়ান , বিশান্ত ভাটনগর, হরিশ ডাগর, ধ্রুব কৌশিক, অজয় ​​গুলিয়া।

উত্তর দিল্লির হয়ে খেলবেন হর্ষিত রানা, সুয়শ শর্মা, প্রিয়াংশু বিজয়রান, বৈভব কান্দপাল, ক্ষিতিজ শর্মা, বৈভব রাওয়াল, যশ দাবাস, প্রণব রাজবংশী, মনন ভরদ্বাজ, যশ ভাটিয়া, যতীশ সিং, আমান ভারতী, যজশ শর্মা, সার্থক রঞ্জন, অনিরুদ্ধ চোদন, শিব রঞ্জন। যথার্থ সিং, সিদ্ধার্থ সোলাঙ্কি, ধ্রুব চৌহান, যুবরাজ রথি। ওয়েস্ট দিল্লির হয়ে খেলবেন হৃতিক শোকিন, নবদীপ সাইনি, দেব লাকড়া, দীপক পুনিয়া, শিবাঙ্ক বশিষ্ঠ, অখিল চৌধুরী, আয়ুষ দোসেজা, কৃষ যাদব, আনমোল শর্মা, যুগল সাইনি, অঙ্কিত রাজেশ কুমার, বিবেক যাদব, আরিয়ান দালাল, মাসাব আলম, একাংশ ডোবাল, শিবম গুপ্তা, যোগেশ কুমার, সূর্যকান্ত চৌহান, তিশান্ত ডাবলা, আব্রাহিম আহমেদ মাসুদি।


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর