টলিউডে টেক্কা দিচ্ছেন অভিনয়ে, দেব-রুক্মিণীর মধ্যে কার পড়াশোনার দৌড় কতদূর জানেন?

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। মডেলিং থেকে অভিনয় জগতে তিনি পা রেখেছিলেন দেবের অনুরোধে। দেবের নায়িকা হিসেবেই টলিউডে আত্মপ্রকাশ রুক্মিণীর (Rukmini Maitra)। বেশ কয়েক বছর তাঁকে দেবের নায়িকা হিসেবেই দেখা গিয়েছে। কিন্তু ক্রমে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী। পা রেখেছেন বলিউডে। সম্প্রতি পুজোয় মুক্তিপ্রাপ্ত ‘টেক্কা’ ছবিতেও রুক্মিণীর অভিনয় প্রশংসিত হয়েছে।

টলিউডের হট কাপল দেব রুক্মিণী (Rukmini Maitra)

দেবের সঙ্গে রুক্মিণীর (Rukmini Maitra) পরিচয় দীর্ঘদিনের। ক্রমে তাতে লেগেছে ভালোবাসার ছোঁয়া। দেব রুক্মিণীর সম্পর্কটা এখন টলিপাড়ার ওপেন সিক্রেট বলা যায়। তাঁদের বিয়ের খবর পাওয়ার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা। তবে দুজনের শিক্ষাগত যোগ্যতা কী, তা কি জানেন?

আরো পড়ুন : বহু পুরুষের রাতের ঘুম উড়িয়েছিলেন, সেই মাধুরীকেই ‘থুতু’ ছেটান আমির! কেন?

কার পড়াশোনার দৌড় কতদূর?

ইঞ্জিনিয়ারিং থেকে দিক বদল করে অভিনয়ে পা রেখেছেন দেব। পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা নিয়ে পড়েছেন তিনি। অন্যদিকে রুক্মিণীর (Rukmini Maitra) পড়াশোনা প্রথমে কলকাতায়। তারপর তিনি পড়তে যান কেরলে। নেট মাধ্যমে প্রাপ্ত তথ্য বলছে, কলকাতার কারমেল কনভেন্ট স্কুল থেকে পাশ করে তিনি ভর্তি হন লরেটো কলেজে। তারপর তিনি পড়েন আইআইএম কোঝিকোড় কালিকট কেরলে। সেখান থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ করেন রুক্মিণী (Rukmini Maitra)।

What is dev and rukmini maitra educational qualification nraকোনোদিন দেখেননি চন্দননগরের পুজো, নিজের জন্য নয়, মা জগদ্ধাত্রীর কাছে কার জন্য প্রার্থনা করলেন রচনা?

রুক্মিণীর আগামী ছবি কী?

আগামীতে রুক্মিণীকে দেখা যাবে ‘বিনোদিনী- এক নটীর উপাখ্যান’ ছবিতে। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। টেক্কায় মায়ার চরিত্রে তাঁর অভিনয় দেখার পর বিনোদিনীর চরিত্রে রুক্মিণীকে (Rukmini Maitra) দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Rukmini Maitra

এই ছবিতে দেব অভিনয় না করলেও তিনি থাকছেন প্রযোজকের ভূমিকায়। আগামী ২৩ শে জানুয়ারি ২০২৫ সালে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বিনোদিনী এক নটীর উপাখ্যান।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর