বাংলাহান্ট ডেস্ক : ‘শীত-গ্রীষ্ম-বর্ষা, রোদ-জল থেকে বাঁচতে ছাতাই একমাত্র ভরসা,’ প্রখর রোদের তাপ হোক কিংবা বর্ষার অবিরাম বারি ধারা, সব ঋতুতেই ছাতার (Umbrella) ব্যবহার আট থেকে আশি সবার মধ্যেই। বর্তমানে খোলা বাজারে বা অনলাইন প্লাটফর্মে মেলে নানান সাইজ, নানান রঙের, বাহারি সব ছাতা।
হাইটেক ছাতা (Umbrella) কী ?
তবে এবার গরমের মরশুমে যারা টুপি, সানগ্লাস বা সানস্ক্রিম কেনার লিস্ট এক্কেবারে তৈরি করে ফেলেছেন তাদের জন্য রয়েছে একটা বড় খবর। অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন কাজকর্মের সূত্রে দিনের বেলা প্রয়োজন হয় বাইরে বের হওয়ার। তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে অনেকেই ভরসা রাখেন টুপি, সানগ্লাস বা সানস্ক্রিমের উপর।
আরও পড়ুন : এই অভিনেত্রীই সায়ন্তর চতুর্থ “শিকার”! ভাইরাল ভিডিওতে বিতর্ক বাড়তেই বিষ্ফোরক নায়িকা
এবার এই লিস্টেই যুক্ত হতে চলেছে ফ্যান চালিত হাইটেক ছাতা (Hitech umbrella)। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই ধরনের ফ্যান চালিত হাইটেক ছাতার ভিডিও বেশ ভাইরাল (Viral) হয়েছে। দাবি করা হচ্ছে, এই হাইটেক ছাতার ভিতরের রয়েছে একটি ছোট্ট ফ্যান। সুইচ টিপে দিলেই চালু হয়ে যাবে সেই ফ্যানটি।
আরও পড়ুন : স্বয়ং মুখ্যমন্ত্রী দেখেন এই সিরিয়াল! তবুও ‘চিরসখা’র ভবিষ্যৎ নিয়ে চিন্তায় লীনা, কেন?
এমনকি এয়ার কুলারের ফিলিং নিতে চাইলে একটি ছোট্ট জল ভর্তি বোতল সংযোগ করে দিতে হবে ছাতার সাথে। তাহলেই তীব্র রোদেও এয়ার কুলারের মতো ঠান্ডা বাতাস জুড়িয়ে দেবে আপনার শরীর। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে একাধিক মন্তব্য করেছেন নেট ব্যবহারকারীরা। অনেকেই এই ছাতার দাম সম্পর্কে জানতে ইচ্ছুক বলে মন্তব্য করেছেন কমেন্ট বক্সে।
একজন নেট ব্যবহারকারী আবার দাবি করেছেন, এই ফ্যান চালিত ছাতা মিলছে অ্যামাজনে। অন্য এক ব্যবহারকারীর মতে, এই ছাতাগুলি দেওয়া উচিত ট্রাফিক পুলিশদের হাতে। অপর এক নেটিজেনের মত, স্ট্রোক, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস রোগীর সংখ্যা বাড়বে। মৃত্যুও ঘটতে পারে।