বাংলাহান্ট ডেস্ক : সংবাদ শিরোনামে প্রায়ই উঠে আসে দুর্নীতির রমরমা। হেন দেশ হয়তো নেই যেখানে দুর্নীতি একেবারেই নেই। দুর্নীতির নিরিখে কোন দেশ কত নম্বরে রয়েছে তার একটি সমীক্ষা হয়ে থাকে। ট্রান্সপারেন্সি অর্গানাইজেশনের দুর্নীতি সংক্রান্ত সমীক্ষা অনুযায়ী কত নম্বরে রয়েছে ভারত (India), প্রতিবেশী দেশগুলিই বা কে কত নম্বরে রয়েছে তা উল্লেখ করা হয়েছে এই সমীক্ষায়।
দুর্নীতি সমীক্ষায় ভারত (India) কোন স্থানে রয়েছে
দুর্নীতিতে কোন দেশ এগিয়ে রয়েছে, কোন দেশ পিছিয়ে তার একটি সমীক্ষা করা হয়েছে ট্রান্সপারেন্সি অর্গানাইজেশনের তরফে। মোট ১৮০ টি দেশ নিয়ে করা হয়েছে এই সমীক্ষা। সেখানে ৯৬ তম স্থানে জায়গা পেয়েছে ভারত (India)। এই সমীক্ষায় ভারতের (India) প্রাপ্ত নম্বর ৩৮। ভারতের সঙ্গে একই স্থানে রয়েছে মালদ্বীপ। এই দেশেরও প্রাপ্ত নম্বর ৩৮। তবে গত বছরের তুলনায় এবার ভারতের প্রাপ্ত নম্বর কমেছে। গত বছর ৪৮ নম্বর পেয়েছিল ভারত (India)।
কোন দেশ কত নম্বর পেল: ভারতের (India) অন্যতম প্রতিবেশী দেশ ভুটান রয়েছে তালিকার ১৮ তম স্থানে। এই দেশের প্রাপ্ত নম্বর ৭৪। সংযুক্ত আরব আমিরশাহী ৬৮ নম্বর নিয়ে রয়েছে ২৩ তম স্থানে। জাপান এবং ব্রিটেনের প্রাপ্ত নম্বর ৭১। এই দুই দেশ রয়েছে ২০ তম স্থানে। তালিকার ২৫ তম স্থানে রয়েছে ফ্রান্স, প্রাপ্ত নম্বর ৬৭। ২৮ তম স্থানে জায়গা পাওয়া আমেরিকার নম্বর ৬৫।
আরো পড়ুন : বিতর্কিত ব্যক্তিজীবন, রহস্যে ঘেরা মৃত্যু, বড়পর্দায় মহুয়াকে ফুটিয়ে তুলবেন এই জনপ্রিয় নায়িকা
বাংলাদেশ পাকিস্তানের নম্বর কত: অন্যদিকে ভারতের (India) পড়শি বাংলাদেশের অবস্থা বেশ শোচনীয়। তালিকার ১৫১ তম স্থানে জায়গা হয়েছে তাদের। নম্বরও গত বছরের তুলনায় ১ কমে দাঁড়িয়েছে মাত্র ২৩ এ। ইউনূস সরকারের আমলে ভারতের (India) থেকে ১৫ নম্বর পিছিয়ে গিয়েছে বাংলাদেশ। করুণ অবস্থা পাকিস্তানেরও। যদিও তারা বাংলাদেশের থেকে খানিক উপরে ১৩৫ তম স্থানে রয়েছে। পাকিস্তানের প্রাপ্ত নম্বর ২৭। নেপাল এবং শ্রীলঙ্কা রয়েছে যথাক্রমে ১০৭ এবং ১২১ তম স্থানে।
আরো পড়ুন : আরো বিপাকে রণবীর! মহারাষ্ট্র-অসমের পর এবার মধ্যমগ্রামেও FIR দায়ের ইউটিউবারের বিরুদ্ধে
এই সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবথেকে দুর্নীতিমুক্ত দেশগুলি হল ডেনমার্ক (নম্বর ৯০), ফিনল্যান্ড (নম্বর ৮৮) , সিঙ্গাপুর (নম্বর ৮৪), নিউজিল্যান্ড (নম্বর ৮৪), লিউক্সেমবার্গ (নম্বর ৮১), নরওয়ে (নম্বর ৮১), সুইজারল্যান্ড (নম্বর ৮১), সুইডেন (নম্বর ৮০), নেদারল্যান্ড (নম্বর ৭৮), অস্ট্রেলিয়া (নম্বর ৭৭)।