বাংলা হান্ট ডেস্ক: কাজের ফাঁকে হোক কিংবা অবসরে একটু সময় পেলেই আমরা চোখ রাখি সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মে। যেখানে প্রতিদিনই সমগ্র বিশ্বজুড়ে হাজার হাজার পোস্ট এবং ভিডিও ভাইরাল (Viral Video) হতে থাকে। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও (Viral Video) এবং পোস্ট থাকে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবার মন। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে ওই ভিডিওগুলি বহুদিন ধরে মনেও থেকে যায়।
চমকে দিল এই ভাইরাল ভিডিও (Viral Video):
এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেই রকমই এক বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বিষয়টিকে প্রত্যক্ষ করে চমকে গিয়েছেন নেটিজেনরাও। মূলত, সম্প্রতি এক মহিলার অনবদ্য গাড়ির ভিডিও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
হঠাৎ করে গাড়িটির দিকে তাকালে সেটিকে নিতান্তই একটি ছোট গাড়ি হিসেবে মনে হতে পারে। শুধু তাই নয়, ওই গাড়িটিতে কিভাবে একজন আরামে বসবেন বা শুয়ে থাকবেন তা নিয়েও মনে আসতে পারে প্রশ্ন। কিন্তু এখানেই রয়েছে বড় চমক। গাড়িটির ভেতরে ঢুকে গেলেই রীতিমতো আকাশ থেকে পড়বেন সকলে। একটি সাধারণ বাড়িতে থাকতে গেলে যা যা দরকার তার প্রায় প্রত্যেকটিই ওই গাড়িটির মধ্যে রয়েছে। আর এই বিষয়টিই আকৃষ্ট করেছে সবাইকে।
আরও পড়ুন: কোহিনুরের চেয়েও বড় এই হিরেই বাঁচিয়েছিল টাটার কোম্পানিকে, পুরো ঘটনা জানলে ভিজবে চোখ
ছোট্ট গাড়ির মধ্যে লুকিয়ে আছে ভিন্ন জগৎ: দ্য সান-এর একটি রিপোর্টে বলা হয়েছে, এমা মিস (Emma Meese) নামের এক মহিলা সোশ্যাল মিডিয়ায় এমন একটি গাড়ি দেখিয়েছেন যেটি তাঁর চলমান বাড়ি হিসেবে বিবেচিত হচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয় হল, ওই গাড়িটি এতটাই ছোট যে সেটির ভেতরে যে বসবাস করা যায় এটা কল্পনাতীত বিষয়। তবে পোল্যান্ডের একটি কোম্পানির এই Caravan কিনে নিজের জগৎ গড়ে তুলেছেন এমা। ওই Caravan টি মাত্র ৪.৫ মিটার দীর্ঘ এবং ২ মিটার চওড়া। সেটির ভেতরে থাকা জিনিসপত্রগুলি হলুদ এবং কমলা রঙে সজ্জিত করা হয়েছে। পাশাপাশি সেখানে রয়েছে, একটি সিঙ্গেল বেড এবং একটি ছোট ডাবল বেড। দেখা গিয়েছে একটি ছোট ফ্রিজ, রান্নার ওভেন এবং বেসিনও। জিনিসপত্র রাখার জন্য রয়েছে ছোট আলমারি।
আরও পড়ুন: অবাক পুরো বিশ্ববাসী! নতুন রেকর্ড গড়ে চমকে দিল কলকাতা
শুধু একটি জিনিস অনুপস্থিত: এমার এই ছোট্ট চলমান বাড়িটি প্রত্যক্ষ করে নেটিজেনরা একই সাথে প্রশংসা এবং বিস্ময় প্রকাশ করছেন। তবে, প্রত্যেকেই এই প্রশ্নটি তুলেছেন যে সেখানে বাথরুম এবং টয়লেট কোথায়? যদিও, এমা এই প্রশ্নের উত্তর দেননি। জানা গিয়েছে, এইভাবে পুরো বিষয়টি তৈরি করতে তাঁর খরচ হয়েছে মাত্র ৩ লক্ষ ২০ হাজার টাকা। অনুমান করা হচ্ছে যে তিনি হয়তো এখানে বাথরুমের ব্যবস্থা করেননি।