অভিনয়ে পা রেখেই বদলে ফেলেন পরিচিতি, দেবের ‘কিশোরী’ ইধিকার আসল নাম কী জানেন?

বাংলাহান্ট ডেস্ক : সারা বাংলা এখন তাঁকে চেনে ‘কিশোরী’ নামে। ‘খাদান’এ দেবের নায়িকা হয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি সর্বত্র। খাদান যেমন বক্স অফিসে ঝড় তুলেছে, তেমনি ‘কিশোরী’ ঝড় তুলেছেন অগুন্তি পুরুষ হৃদয়ে। অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। যদিও এই নামটা এখন খানিক চাপা পড়ে গিয়েছে কিশোরীর জনপ্রিয়তার আড়ালে। কিন্তু জানেন কি, ইধিকা আদৌ তাঁর আসল নাম নয়?

কিশোরী ইধিকার (Idhika Paul) আসল নাম কী

অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে আসল নাম বদলে অন্য নাম গ্রহণ করে জনপ্রিয়তা পাওয়া মোটেই নতুন বিষয় নয়। ইধিকাও (Idhika Paul) হেঁটেছেন একই পথে। ইধিকা নামটি আসলে তাঁর নিজের পছন্দের। তাঁর আসল নাম অন্য। অভিনয়ে পা রেখেই সেই নাম বদলে ইধিকা নামটি নেন তিনি। এটি আসলে দেবী পার্বতীর একটি নাম।

What is kishori aka idhika paul real name

কীভাবে শুরু অভিনয় কেরিয়ার: ইধিকার (Idhika Paul) আসল নাম টুম্পা পাল। বর্তমানে খাদান ব্লকবাস্টার হওয়ার তিনি কিশোরী নামে খ্যাতি পেলেও অভিনেত্রীর শুরুটা মূলত ছোটপর্দা দিয়ে। ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো সিরিয়ালে অভিনয় করার পর বড়পর্দায় পা রাখেন তিনি। সিরিয়ালের দর্শকদের মাঝেও তাঁর জনপ্রিয়তা কম নয়।

আরো পড়ুন : বড় খবর! ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদী সরকারের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকবেন কে? মিলল আপডেট

বড়পর্দায় ডেবিউ বাংলাদেশে: ‘রিমলি’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। তবে সিরিয়ালটি বেশিদিন চলেনি। এরপর ‘পিলু’ ধারাবাহিকে প্রথমে নেগেটিভ এবং তারপর পজিটিভ চরিত্রে অভিনয় করেন ইধিকা (Idhika Paul)। খাদান কিন্তু তাঁর ডেবিউ ছবি নয়। এর আগে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেছিলেন ইধিকা (Idhika Paul)। তবে টলিউডে খাদানই তাঁর প্রথম ছবি। আর ডেবিউ করেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ইধিকা।

আরো পড়ুন : ‘ভাবলেই হাত পা ঠাণ্ডা…’, চিন্তায় পড়ে গিয়েছেন ‘ঋষি’ গৌরব, কী এমন হতে চলেছে ‘তেঁতুলপাতা’য়?

সব স্তরের, সব বয়সের দর্শকদের মুখে এখন ‘কিশোরী’ গানটি। ইধিকাও বেশ উপভোগ করছেন এই ভালোবাসা। তবে আবার কবে তিনি ছোটপর্দায় ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা তা জানা যায়নি। যদিও সিরিয়ালের দর্শকরা আবারো কোনো নতুন ধারাবাহিকে ইধিকাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর