অভিনয়ে তো ১০-এ ১০, পড়াশোনার দৌড় কদ্দূর ‘বুম্বাদা’ প্রসেনজিতের?

বাংলাহান্ট ডেস্ক : গ্ল্যামার জগৎ নিয়ে বরাবরই একটা আকর্ষণ রয়েছে আমজনতার। এই জগতে যাঁদের নিত্য আনাগোনা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও তাই কৌতূহলটা খুবই স্বাভাবিক। অনেকেরই অনেক রকম ধারণা আছে অভিনেতা অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আসলে টলিউড হোক বা বলিউড, অভিনয়ের কেরিয়ারে ফোকাস করতে গিয়ে অনেকেরই পড়াশোনার দিকে বেশি এগোনো হয়ে ওঠে না। আবার অনেক অভিনেতা অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা রীতিমতো তাক লাগানো। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) কতদূর পড়াশোনা করেছেন, জানেন?

আজো ইন্ডাস্ট্রিতে সেরা প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)

তিনি শুধু সুপারস্টারই নন, স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’। টলিউড ফিল্ম জগতের অন্যতম স্তম্ভ প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তারকা সন্তান হওয়া সত্ত্বেও আজ তাঁর যে খ্যাতি তা সম্পূর্ণ নিজের যোগ্যতায়। শুধুমাত্র বাংলা ছবি নয়, বলিউডেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি। তরুণ অভিনেতাদের টেক্কা দিয়ে আজও সেরার সেরা প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)।

What is prosenjit chatterjee educational qualifications

কতদূর পড়েছেন অভিনেতা: শুধু তাঁর অভিনয় দক্ষতাই যে ক্ষুরধার তা কিন্তু নয়। পড়াশোনাতেও খুবই মেধাবী ছিলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তথ্য বলছে, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেছেন তিনি। তবে খুব কম বয়সেই অভিনয়ে পা রেখেছিলেন প্রসেনজিৎ। শিশুশিল্পী হিসেবে অভিনয় করার পর নায়ক হিসেবে প্রথম ‘অমর সঙ্গী’ ছবিতে ডেবিউ করেন তিনি। আর প্রথম ছবিতেই বাঙালির নায়ক হয়ে ওঠেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)।

আরো পড়ুন : ‘৮৪ লক্ষ যোনি পার করে…’, ‘মিশকা’ অহনার বিয়ের খবরে বিষ্ফোরক প্রতিক্রিয়া মা চাঁদনির!

প্রসেনজিতের অভিনয় সফর: দীর্ঘ চার দশক এই টলিউডেই কাটিয়ে ফেলেছেন তিনি। হয়ে উঠেছেন সকলের প্রিয় ‘বুম্বাদা’। সময়ের সঙ্গে সঙ্গে এই ইন্ডাস্ট্রিকে বদলাতেও দেখেছেন তিনি। একসময় ছোট বউ, বিয়ের ফুল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ এর মতো কমার্শিয়াল হিট ছবি যেমন করেছেন, পরবর্তীতে তিনিই আবার দিয়েছেন অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, জ্যেষ্ঠপুত্র এর মতো অন্য ধারার হিট ছবি।

আরো পড়ুন : পাকিস্তান বোড়ে মাত্র, আড়ালে ঘুঁটি সাজাচ্ছে চিন! বাংলাদেশের “ড্রাগন” ঘনিষ্ঠতায় আশঙ্কা ভারতের

ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) জুটির ৫০ তম ছবি ‘অযোগ্য’ মুক্তি পেয়েছে। পাশাপাশি বলিউডেও দুটি সিরিজে কাজ করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন প্রসেনজিৎ। আগামীতে তাঁর ‘দেবী চৌধুরাণী’ ছবিটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ছবিটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর