বিজ্ঞানের ‘কারসাজি’তে রামলালার কপালে তিলক আঁকেন সূর্যদেব, কী এই “সূর্য তিলক”? কীভাবেই বা তৈরি হয়?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশের বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে নবরাত্রি। এই দশ দিন ব্যাপী উৎসবের নবম দিনেই পালিত হয় রামনবমী (Ram Navami), শ্রীরামচন্দ্রের জন্মতিথি। এই বিশেষ দিন উপলক্ষে অনেক দিন আগে থেকেই অযোধ্যার রামমন্দিরে শুরু হয়ে গিয়েছে উৎসবের তোড়জোড়। এদিন সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়েছে রামমন্দিরে, যার মধ্যে সবথেকে বেশি চর্চায় ছিল ‘সূর্য তিলক’ অনুষ্ঠান। রামলালার সূর্য তিলক অনুষ্ঠান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত হাজির হয়েছিলেন রাম জন্মভূমিতে। রবিবার বেলা ঠিক বারোটা নাগাদ অনুষ্ঠিত হয় এই বিশেষ ‘সূর্য তিলক’ অনুষ্ঠান।

রামনবমীতে (Ram Navami) রামলালার কপালে তৈরি হয় সূর্য তিলক

রামনবমীর (Ram Navami) কিছুদিন আগে থেকেই সূর্য তিলক নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মহলে। কিন্তু কী এই সূর্য তিলক, কীভাবেই বা তা তৈরি হয় রামলালার ললাট দেশে? বিষয়টি দেখতে ঐশ্বরিক হলেও আদতে কিন্তু এর নেপথ্যে রয়েছে বিজ্ঞান। আইআইটির গবেষকরা বিশেষ প্রযুক্তি দিয়ে অদ্ভূত ‘কারসাজি’ করে তৈরি করেছেন সূর্য তিলক। বিজ্ঞানে ভর করেই সূর্যদেব রামনবমীতে (Ram Navami) দিনের একটি বিশেষ সময়ে রামলালার কপালে এঁকে দেন তিলক, যা সূর্য তিলক নামে পরিচিত।

What is surya tilak on ram navami

কীভাবে তৈরি হয়েছে প্রযুক্তি: সূর্য তিলক বিজ্ঞানের এক অদ্ভূত সুন্দর নিদর্শন। রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর বিজ্ঞানীদের ডিজাইন এই তিলক। এই তৈরিতে ব্যবহার হয়েছে একটি গিয়ারবক্স, লেন্স এবং প্রতিফলক। সূর্যরশ্মি লেন্সের মধ্যে দিয়ে সরাসরি প্রতিফলিত হয়ে পড়ে রামলালার কপালে। তৈরি হয় সূর্য তিলক। বিস্ময়কর ব্যাপার এটাই যে, প্রযুক্তিটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে প্রতি বছর রামনবমীর (Ram Navami) দিনেই রামলালার কপালে এসে পড়বে সূর্যরশ্মি।

আরো পড়ুন: তিন মাসও কাটল না, নিজের দেশেই গণবিক্ষোভের মুখে ট্রাম্প, নেপথ্যে কলকাঠি নাড়ল কে?

কতক্ষণ ছিল সূর্য তিলক: এদিন রবিবার দুপুর ১২ টার সময়ে সূর্যরশ্মি এসে পড়ে মন্দিরে রামলালার কপালে। তৈরি হয় সূর্য তিলক। এই অভাবনীয় দৃশ্য দূরদর্শনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। পাশাপাশি শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সূর্য তিলকের ছবি এবং ভিডিও। ট্রাস্টের সদস্য অনিল মিশ্রা সংবাদ মাধ্যমকে জানান, দুপুর বারোটায় শুরু হয়ে প্রায় ৪ মিনিট ধরে ছিল সূর্য তিলক। রামমন্দিরে (Ram Navami) উপস্থিত দর্শনার্থীদের মধ্যে কার্যত উল্লাসের বান ডেকেছিল সে সময়।

 

আরো পড়ুন : বাংলাদেশ-পাকিস্তানের উপরে ফের ভিসা নিষেধাজ্ঞা এই দেশের, আইন না মানলেই ৫ বছরের সাজা!

যারা এদিন রামমন্দিরে উপস্থিত থাকতে পারেননি, শহরের একাধিক এলাকায় বড় এলইডি স্ক্রিনেও এই মুহূর্তটির সাক্ষী হয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, রাম মন্দির ছাড়াও ভারতের আরো একাধিক মন্দিরেও এই সূর্য তিলকের বৈশিষ্ট্য রয়েছে। তবে সেখানে ভিন্ন প্রক্রিয়ায় তিলক তৈরি হয় বিগ্রহে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X