বাংলাহান্ট ডেস্ক : শহরের মধ্যে বা এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার জন্য আমরা ভরসা করি বাসের উপর। এই বাস (Bus) আমাদের গণপরিবহনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একসাথে বহু যাত্রী যাতায়াত করতে পারেন বাসে। বাসের ভাড়া অপেক্ষাকৃত কম। তাই অল্প খরচায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অনেকেই ভরসা রাখেন বাসের উপর।
বিশেষ করে শহরাঞ্চলে বাসের গুরুত্ব অপরিসীম। বাসের মাধ্যমেই অধিকাংশ যাত্রী অফিস, স্কুল-কলেজে গিয়ে থাকেন। তবে বাস একটি ইংরেজী শব্দ। বলতে পারবেন বাসের বাংলা অর্থ কী? বিশ্বের প্রথম বাস পরিষেবা শুরু হয় ইউরোপে। সেটা ছিল ১৮২০ সাল। সেই সময় ঘোড়ায় টানা বাস শুরু হয় ইউরোপে।
বাষ্প চালিত বাসের শুরু হয় ১৮৩০ খ্রিস্টাব্দে। বৈদ্যুতিক ট্রলিবাস মোটামুটি ১৮৮২ সাল নাগাদ প্রথমবারের জন্য পথে নামে। এরপর যতদিন গেছে ততই উন্নত হয়েছে বাস পরিষেবা। বর্তমানে অত্যাধুনিক এসি বাস চলে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তবে বাস শব্দটির বাংলা তরজমা করলে দাঁড়ায়, সাধারণত যাত্রীদের জন্য এটি একটি নির্দিষ্ট রুটে আসা-যাওয়ার জন্য বড় গাড়ি।
তবে অধিকাংশ মানুষই বাসের বাংলা অর্থ জানেন না। সেই অর্থে বাসের বাংলা শব্দ ঠিক একটা নেই। লোক মুখে বড় এই যানটি বাস নামেই পৃথিবীর সর্বত্র বেশি পরিচিত। আরো ভালোভাবে বাংলায় বাসের মানে করলে দাঁড়ায়, ‘যাত্রীবাহী বড় মোটর গাড়ি’। তবে এই শব্দটির সাথেও সাধারণ মানুষ পরিচিত নন। তাই অধিকাংশ ক্ষেত্রে বাস নামটি অধিক ব্যবহৃত হয়।