ছবি নিষিদ্ধ করার জন্য মরিয়া মুসলিম সংগঠন, ‘৭২ হুরেঁ’ ও ‘আজমের ৯২’ নিয়ে বিতর্কের কারণ কী?

বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এবং ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) বিগত দু বছরের মধ্যে সবথেকে বিতর্কিত দুটি ছবি। অথচ এই দুটি ছবিই সবথেকে বেশি ব্যবসাও করেছে। সত্য ঘটনা হোক বা বিতর্ক, মশলাদার বলিউডি ছবি ছেড়ে দর্শকরা যে এখন এগুলোই বেশি পছন্দ করছে সেটা বেশ বোঝা যাচ্ছে। আগামীতে এমনি দুটি ছবি ‘আজমের ৯২’ (Ajmer 92) এবং ‘৭২ হুরেঁ’ (72 Hoorain) মুক্তি পেতে চলেছে বলিউডে। আর ফলস্বরূপ আবারো নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

আজমের ৯২ এবং ৭২ হুরেঁ, দুটি ছবিই এখন রয়েছে চর্চায়। বিভিন্ন মুসলিম ধর্মীয় সংগঠনের তরফে ছবি দুটি নিষিদ্ধ করার দাবি উঠেছে। অনেক জায়গায় ছবিগুলি ‘প্রোপাগান্ডা’ বলে চালানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে বলিউডে পরিস্থিতি বেশ উত্তপ্ত। কিন্তু এতশত বিতর্ক প্রশ্ন তুলে দিচ্ছে, কী এমন রয়েছে ওই ছবি দুটিতে যার জন্য এত নিষেধাজ্ঞা চাপানোর দাবিদাওয়া?

Ajmer 92

‘আজমের ৯২’ নিয়ে বিতর্কের কারণ কী?

অভিযোগ উঠেছে, এই ছবি মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানোর উদ্দেশে তৈরি করা হয়েছে। বরেলিতে অল ইন্ডিয়া মুসলিম জামাতের রাষ্ট্রীয় অধ্যক্ষ মৌলানা মুফতি শাহাবুদ্দিন রাজভি বরেলভির দাবি, এই ছবি মুক্তি পেলে সমাজে ভাঙন ধরবে। এই ছবির মাধ্যমে ভুল বোঝানো হবে মানুষকে। তাই অবিলম্বে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি।

গণধর্ষণের ঘটনা নিয়ে আজমের ৯২ তৈরি হয়েছে বলে খবর। আজমেরের স্কুল কলেজ থেকে ১০০র ও অধিক মেয়েকে ব্ল্যাকমেল করে গণধর্ষণ করা হয়েছিল বলে দেখানো হয়েছে ছবিতে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ৯২ তে রাজস্থানে একটি গ্যাং স্কুলছাত্রী এবং কলেজছাত্রীদের নিশানা করত।

তাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হত। শুধু তাই নয়, ছবি তুলে রেখে তাদের ব্ল্যাকমেল করে বারবার পাশবিক অত্যাচার করা হত তাদের উপরে। ঘটনা হচ্ছে, কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল আজমের শরিফের সঙ্গে যোগ থাকা ফারুক চিস্তি এবং নাফিস চিস্তি যুক্ত ছিলেন ওই ঘটনার সঙ্গে। সে সময়ও বিষয়টা নিয়ে উত্তাল হয়েছিল আজমের।

72 hoor

‘৭২ হুরেঁ’ নিয়ে বিতর্ক কীসের?

আসলে এই ছবিতে দেখানো হয়েছে, ৭২ হুর বা কুমারী মেয়েদের কথা শুনিয়ে তরুণদের মগজধোলাই করিয়ে তাদের সন্ত্রাসবাদের পথে চালনা করা হয়। ছবির টিজারেও লাদেন, হাফিজ সৈয়দের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের ছবি দেখিয়ে জিহাদ সমর্থনের অভিযোগ জানানো হয়েছে।

হাদিস অনুযায়ী, ইমানদার মুসলিমরা জন্নত হাসিল হওয়ার ৭২ জন হুর অর্থাৎ সুন্দরী এবং কুমারী মেয়ে পাবেন সঙ্গিনী হিসেবে। ৭২ হুরেঁ ছবির গল্প অনুযায়ী, এই কুমারী মেয়েদের কাল্পনিক ধারণা মাথায় ঢুকিয়েই মগজধোলাই করা হয় সন্ত্রাসবাদীদের। এই প্রেক্ষাপটের বিরুদ্ধেই আপত্তি প্রকাশ করেছে কিছু সংগঠন। উল্লেখ্য, আগামী ৭ জুলাই মুক্তি পাওয়ার কথা ‘৭২ হুরেঁ’র এবং তারপর ১৪ জুলাই মুক্তি পেতে চলেছে ‘আজমের ৯২’।

Niranjana Nag

সম্পর্কিত খবর