রামায়ণ বা মহাভারত নয়, এটিই ছিল ভারতের প্রথম টিভি সিরিয়াল, কত TRP উঠেছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশন সিরিয়াল (Serial) দেখতে কমবেশি সকলেই পছন্দ করেন। বাংলা, হিন্দি থেকে শুরু করে ওড়িয়া, তামিল, তেলুগু প্রায় সব ভারতীয় ভাষাতেই সম্প্রচারিত হয় সিরিয়াল (Serial)। দৈনন্দিন বিনোদনের ক্ষেত্রে টেলিভিশন সিরিয়ালের (Serial) উপরেই বেশি ভরসা করেন অধিকাংশ দর্শক। বিশেষ করে সারাদিন খেটেখুটে সন্ধ্যাবেলায় চায়ের কাপ হাতে টিভির সামনে বসে এক টুকরো ফ্যামিলি টাইমও উপভোগ করা যায় সিরিয়ালের দৌলতেই।

ভারতের প্রথম টিভি সিরিয়াল (Serial) কী ছিল

সিরিয়াল (Serial) কী? কীভাবেই বা এর উৎপত্তি। টেলিভিশন সিরিয়াল বা ধারাবাহিক হল একটি স্ক্রিপ্টেড শো যা তৈরি হয় একটা লম্বা সময় ধরে সম্প্রচারণের জন্য। টেলিভিশনের যেমন ভাবে বিবর্তন হয়েছে, তেমনি বদলেছে সিরিয়ালও (Serial)। আশির দশকে টিভিতে সিরিয়ালের পথচলা শুরু হয়। বর্তমানে যে মেগা সিরিয়াল দর্শকরা দেখেন তার সঙ্গে যদি আগেকার সিরিয়ালকে (Serial) মেলাতে যান তবে কিন্তু ভুল করবেন। কারণ সে সময় সবে সিরিয়ালের জন্ম হচ্ছে। দর্শকরা পেতে চলেছেন এমন কিছু যা তারা আগে কখনো দেখেননি। কিন্তু ভারতীয় টেলিভিশনের ইতিহাসে প্রথম সিরিয়াল (Serial) কী ছিল জানেন?

আরো পড়ুন : সুতোটুকুও নেই শরীরে, আয়না দিয়ে লজ্জা ঢেকেই ‘ঠুমকা’ লাগালেন তরুণী! হুড়মুড়িয়ে ভাইরাল ভিডিও

কতদিন চলেছিল সিরিয়ালটি

ফিরে চলুন আশির দশকে। তখন এখনকার মতো এত চ্যানেলের বাহুল্য ছিল না। দূরদর্শনই তখন সর্বেসর্বা। ১৯৮৪ সালে এই চ্যানেলেই প্রথম পথচলা শুরু করে ‘হাম লোগ’, যা ভারতীয় টেলিভিশন জগতে প্রথম সিরিয়াল (Serial) বলে গণ্য হয়। হিন্দি ভাষায় তৈরি এই সিরিয়ালটি চলেছিল ১৭ মাস ধরে। হয়েছিল ১৫৬ টি এপিসোড।

আরো পড়ুন : কোটি কোটি টাকা খসিয়ে সাজিয়েছেন স্বপ্নপুরী, বলিউডের সবথেকে দামি বাড়ির মালিক কে? চমকে দেবে টাকার অঙ্ক!

কারা অভিনয় করেছিলেন

পি কুমার বসুদেব পরিচালিত সিরিয়ালটিতে (Serial) অভিনয় করেছিলেন বিনোদ নাগপাল, জয়শ্রী অরোরা, রাজেশ পুরী, সীমা পাহওয়া, লাভলিন মিশ্র, সুষমা শেঠ, মনোজ পাহওয়ার মতো অভিনেতারা অভিনেত্রীরা। ছিলেন অশোক কুমারও। তবে তিনি প্রতি এপিসোডের শেষে এসে সিরিয়ালের (Serial) গল্প বলতেন এবং একটি সামাজিক বার্তা দিতেন, যা হাম লোগ এর একটি বিশেষ আকর্ষণ ছিল।

Serial

বর্তমানে সব সিরিয়ালের (Serial) জনপ্রিয়তাই বিচার হয় টিআরপি দিয়ে। সে সময়ও ছিল টিআরপি। প্রথম সিরিয়ালের টিআরপি কত ছিল জানেন? সর্বাধিক ৫০ মিলিয়ন অর্থাৎ ৫ কোটি ভিউয়ারশিপ পেয়েছিল হাম লোগ। পরবর্তীকালে মাত্র দুটি সিরিয়ালই এই টিআরপিকে ছাপিয়ে যেতে পেরেছিল। রামানন্দ সাগরের ‘রামায়ণ’ এবং ‘লব কুশ’ তুলেছিল যথাক্রমে ৭৭ মিলিয়ন এবং ৬৬ মিলিয়ন ভিউয়ারশিপ। বর্তমানের হিট সিরিয়ালগুলি তো দূর অস্ত, বি আর চোপড়ার মহাভারতও টপকাতে পারেনি হাম লোগকে।


Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর