অ্যাকশনে নামবে দু’টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন! শত্রুদেশকে প্যাঁচে ফেলবে ভারত, কি প্ল্যান সরকারের?

বাংলা হান্ট ডেস্ক: “প্রজেক্ট ডেল্টা”-র মাধ্যমে ভারতের (India) সাবমেরিন বহর বাড়ানোর পরিকল্পনা, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের কারণে ক্রমশ দীর্ঘায়িত হয়েছে। জানিয়ে রাখি যে, ভারতীয় নৌবাহিনী ২ টি পারমাণবিক শক্তি চালিত প্রচলিত সশস্ত্র সাবমেরিন বা SSN তৈরির অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন করেছে। এদিকে, ২০১৫ সালে মোদী সরকার কর্তৃক অনুমোদিত ৩০-বছরের পুরনো সাবমেরিন পরিকল্পনাতে ইন্দো-প্যাসিফিকের জন্য ৬ টি SSN-কে অনুমোদন দেয়। তারমধ্যে প্রথমে ২ টি SSN-এর জন্য বিষয়টি শীর্ষ পর্যায়ে উত্থাপিত হয়েছে এবং ওই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য পরামর্শ চলছে।

কি প্ল্যান ভারতের (India:

হিন্দুস্তান টাইমস রিপোর্ট অনুযায়ী, ভারতের (India) দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র-সশস্ত্র সাবমেরিন, SSBN (ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত পারমাণবিক চালিত সাবমেরিন) INS আরিঘাট, শীঘ্রই প্রথম SSBN INS আরিহন্তের সাথে যুক্ত হবে। INS আরিহন্ত ইতিমধ্যেই গভীর জলে টহল দিচ্ছে। এদিকে, ভারতের তৃতীয় SSBN INS অরিদমন, দেশের শক্তিশালী পারমাণবিক ত্রয়ী অংশ হিসেবে আগামী বছরের শুরুতে চালু হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

What is the India government's plan for nuclear attack submarines.

এদিকে, রাশিয়ান আকুলা ক্লাসের SSN-এর প্রস্তাবিত লিজ (এটিকে প্রজেক্ট ডেল্টা বলা হয়) ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যস্ততা এবং প্রযুক্তিগত নিষেধাজ্ঞার কারণে বিলম্বিত হয়েছিল। যেটির জন্য অন্তত ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ভারতীয় নৌবাহিনী SSN তৈরির সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ের মাজাগাঁও ডকইয়ার্ডে। যেখানে তিনটি কালভেরি (স্করপেন) ক্লাসের ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: ভেতরে ভেতরে এতকিছু? এবার বড় রহস্য ফাঁস করল হিন্ডেনবার্গ রিসার্চ, কি জানাল আদানি গ্রুপ?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় জাতীয় নিরাপত্তা পরিকল্পনাবিদদের SSN বেছে নেওয়ার প্রধান কারণ হল এর কর্মক্ষমতা এবং উন্নত প্রযুক্তি। SSN-এর গতি হল জলের নিচে ২০ নট। কিন্তু SSK বা ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনগুলির গতি হল শুধুমাত্র এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সহ ৪ থেকে ৫ নট। উল্লেখ্য যে, চিনের নৌবাহিনীর ভারত মহাসাগরে দূরপাল্লার টহলের পরিকল্পনা রয়েছে এবং ইতিমধ্যেই পাকিস্তানকে ইউয়ান-শ্রেণির SSK দিয়ে সজ্জিত করেছে।

আরও পড়ুন: এই ৪ টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবেন মালামাল! Fixed Deposit-এ মিলছে বাম্পার রিটার্ন

তাই ভারতকে এই প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তাদের মোকাবিলা করতে হবে। এদিকে, SSN-এর ওপর ফোকাস করার আরেকটি কারণ হল যে SSBN-গুলি শুধুমাত্র পারমাণবিক প্রতিরোধের জন্য রয়েছে এবং এগুলি ভারতের (India দ্বিতীয়-স্ট্রাইক ক্ষমতার অংশ। ভারতের প্রথম চারটি SSBN-গুলির প্রত্যেকটি আরিহন্ত ক্লাসের। যেখানে ৭৫০ কিলোমিটার রেঞ্জের K-15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত থাকবে এবং পরবর্তী ক্লাসটি ৩,০০০ কিলোমিটার রেঞ্জের K-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হবে। এমতাবস্থায়, ভারতীয় নৌবাহিনী সামরিক দিক থেকে আরও শক্তিশালী হতে এবং নজরদারি ভালোভাবে বজায় রাখতে সরকারের কাছে দু’টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমরিনের বিষয় উপস্থাপিত করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর