বলিউডি কায়দায় সন্তানের নাম প্রকাশ, কাঞ্চন-শ্রীময়ী কন্যা ‘কৃষভি’র নামের অর্থ জানেন?

বাংলাহান্ট ডেস্ক : নামে (Name) কী যায় আসে! সাহিত্যে যতই যা বলা হোক না কেন, নাম বড়ই গুরুত্বপূর্ণ। যেকোনো মানুষের অন্যতম বড় পরিচয় তাঁর নাম। বিশেষ করে বিনোদুনিয়ার তারকা সন্তানদের নাম (Name) জানার জন্য আমজনতার আগ্রহ থাকে দেখার মতো। সম্প্রতি বলিউডি স্টাইলে সদ্যোজাত কন্যা সন্তানের নাম প্রকাশ করেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। মেয়ের নাম তাঁরা রেখেছেন কৃষভি। কিন্তু এই নামের অর্থ কী জানেন?

কাঞ্চন শ্রীময়ীর একমাত্র মেয়ের নাম (Name) কৃষভি

কাঞ্চন শ্রীময়ীর মেয়ে কৃষভি। অনেক তারকা দম্পতিই নিজেদের নামের (Name) সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখেন। যেমন বিরাট অনুষ্কার কন্যা ভামিকা, সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায় কন্যার নাম সানা। আবার বর্তমানে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তা হল দেবদেবীর নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম (Name) রাখা। কাঞ্চন শ্রীময়ী কোন পথে হাঁটলেন?

আরো পড়ুন : সিরিয়ালকে তুচ্ছতাচ্ছিল্য! অহংকারে ফুটছেন বনি, সমালোচনার মুখে পড়তেই সাফাই ‘লিডিং মোস্ট হিরো’র

নামের অর্থ কী?

‘কৃষভি’ নামের মধ্যেই রয়েছে ভগবান কৃষ্ণের নাম (Name)। একটি মত বলছে, কৃষাভি থেকে কৃষভি আসে যদি তাহলে তা শ্রীকৃষ্ণের এক স্ত্রীর নাম কৃষাভি। আবার আরেকটি মত বলছে, কৃষ্ণাভি নামে (Name) কৃষভি নামটি আসে, সেক্ষেত্রে কৃষ্ণাভি হল শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় জিনিস। আবার আরেকটি মত এও বলেন, কৃষভির আক্ষরিক অর্থ হল শুভ।

আরো পড়ুন : যাঁর জন্য জয়-লোপা এক্সপ্রেসের ফেরা, সেই মানুষটাই… প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন লোপামুদ্রা

উৎসবের মাঝে এল সুখবর

‘শুভ শুভ’ করেই কাঞ্চন শ্রীময়ীর পরিবারে এসেছে ছোট্ট কৃষভি। গত ফেব্রুয়ারিতে ধুমধাম করে এনগেজমেন্টের পর মার্চের প্রথম দিকেই বিয়ে সারেন তাঁরা। অক্টোবরের শেষেই এল সুখবর। প্রথম সন্তানের মা হলেন শ্রীময়ী। আর কাঞ্চন দ্বিতীয় সন্তানের বাবা। যদিও ছেলে ওশের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ নেই বলেই শোনা যাচ্ছে।

Name

শ্রীময়ীর সঙ্গে ওটিতে ছিলেন কাঞ্চন। সিজার করে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। কাঞ্চনের কথায়, স্বয়ং মা লক্ষ্মীই তাঁদের ঘরে এসেছে। বাড়িতে কালীপুজো হয় তাঁর। আর কালীপুজোর দিনই মা লক্ষ্মীর আগমন হয়েছে তাঁর বাড়িতে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর