বাংলা হান্ট ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি বর্তমানে ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মুকেশ আম্বানি ২৩,০৮৮ কোটি টাকারও বেশি সম্পদের মালিক। এদিকে, মুকেশ আম্বানির পাশাপাশি তাঁর পুরো পরিবার ব্যবসায়িক কাজকর্মের সাথে জড়িত রয়েছেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির (Isha Ambani) মাসিক বেতন প্রসঙ্গে জানাবো।
ইশা আম্বানির (Isha Ambani) মাসিক বেতন:
উল্লেখ্য যে, মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির (Isha Ambani) বয়স ৩৩ বছর। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের (RRVL) ব্যবসা পরিচালনা করছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি প্রতি মাসে বিপুল অর্থ বেতন হিসেবে পান। সেই অর্থের পরিমাণ জানলে চমকে উঠবেন সকলেই।
ইশা আম্বানির মাসিক বেতন: ইশা আম্বানি (Isha Ambani) রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের (RRVL) এক্সিকিউটিভ ডিরেক্টর। তিনি বহু বছর ধরে রিলায়েন্সের এই ব্যবসা পরিচালনা করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, RRVL ২০০৬ সালে শুরু হয়েছিল। তারপরে ইশা আম্বানি ওই কোম্পানিকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। এদিকে ইশা আম্বানির বেতনের সম্পর্কে কথা বলতে গেলে জানাতে হয় যে, তিনি প্রতি মাসে ৩৫ লক্ষ টাকা বেতন হিসেবে পান। অর্থাৎ, তাঁর বার্ষিক বেতনের পরিমাণ ৪.২ কোটি টাকারও বেশি।
আরও পড়ুন: রয়েছে একাধিক কারণ! রাহানে অধিনায়ক হলে চূড়ান্ত ব্যর্থ হবে KKR, জানলে আপনিও হবেন “থ”
এইভাবে শুরু করেন কেরিয়ার: জানিয়ে রাখি যে, ইশা আম্বানি (Isha Ambani) কিন্তু রিলায়েন্সের মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেননি। তিনি পূর্বে একটি কনসাল্টিং ফার্ম ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন। তিনি ২০১৪ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং তাঁর প্রথম চাকরি শুরু করেন। প্রথম কাজ করার পর, ইশা দ্রুত রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে যোগ দেন। ইশা আম্বানি তাঁর যোগ্যতার ভিত্তিতে রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডকে এগিয়ে নিয়ে গেছেন। আজ রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের মূল্য প্রায় ৮.৩ লক্ষ কোটি টাকা। এই কোম্পানিটি ভারতের সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: IPL-এ “আনসোল্ড” এই ভারতীয় খেলোয়াড় তুলছেন ঝড়! দ্রুততম সেঞ্চুরির পর এবার ৩৬ বলে করলেন বাজিমাত
ইশার (Isha Ambani) নেতৃত্বে, রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের আজ ১৮,৫০০ টিরও বেশি স্টোর রয়েছে। এছাড়াও একাধিক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে রয়েছে AJIO, Tira, Dunzo, Netmeds, Reliance Digital, এবং Reliance Trends-এর মতো নামী ব্র্যান্ড।