বাংলাহান্ট ডেস্ক : প্রতিযোগিতার বাজারে চাকরি পাওয়া মুখের কথা নয়। সরকারি চাকরি পাওয়া তো আরো কঠিন। তবে চাকরি পেতে গেলে চাই পড়াশোনা-অধ্যাবসা ও নিষ্ঠা। সরকারি চাকরির পরীক্ষার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে অনেকেই ভর্তি হন কোচিং ক্লাসে। তবে অনেকেই রয়েছেন যারা ঘরেই পড়াশোনা করেন।
আপনিও যদি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে জেনে থাকবেন ইন্টারভিউ (Interview) রাউন্ডে চাকরিপ্রার্থীদের বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নগুলি আমাদের আগে থেকে চর্চা না করা থাকলে সেগুলির সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না। বিভিন্ন প্রতিবেদনে তাই আমরা নিয়ে আসছি এই ধরনের প্রশ্ন ও উত্তর। আজও তেমন কিছু প্রশ্ন ও উত্তরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
প্রশ্নঃ গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর- অমৃতসর
প্রশ্নঃ ‘দিল্লি চলো’ স্লোগানটি কে দিয়েছিলেন?
উত্তর- সুভাষ চন্দ্র বসু
প্রশ্নঃ ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তর- ডঃ বি আর আম্বেদকর
প্রশ্নঃ ভারতে রেলপথ কবে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৮৫৩ খ্রিষ্টাব্দ থেকে
প্রশ্নঃ অসহযোগ আন্দোলন কবে সংঘটিত হয়?
উত্তর : ১৯২০
প্রশ্নঃ চৌরি চোরার ঘটনা কখন ঘটেছিল?
উত্তর : ৫ ফেব্রুয়ারি, ১৯২২
প্রশ্নঃ. বঙ্গভঙ্গ কবে ঘোষণা করা হয়?
উত্তর : ১৯০৫
প্রশ্নঃ. কালো আইন কি বলা হয়?
উত্তর: রাউলেট আইন।
প্রশ্নঃ. জালিয়ানওয়ালাবাগ গণহত্যা কখন সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৯১৯
প্রশ্নঃ রানী লক্ষ্মী বাঈ কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর- কাশীতে
প্রশ্নঃ সাঁওতাল বিদ্রোহ কখন সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৮৫৫
প্রশ্নঃ ডিমের হলুদ অংশ টার নাম তো কুসুম, আচ্ছা বলুন তো সাদা অংশটার নাম কি?
উত্তরঃ Albumen