বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে টিনসেল টাউনের অন্দরে গসিপের অন্যতম বিষয় হল বচ্চন পরিবার (Bachchan Family)। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সাংসারিক কোন্দল এখন কার্যত সংবাদের শিরোনামে উঠে এসেছে। বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, আলাদা হতে বসেছে জুটির রাস্তা। কিন্তু একটা সময় ছিল যখন বচ্চন পরিবার (Bachchan Family) ছিল একটি বড়সড় হাসিখুশি যৌথ পরিবারের নিদর্শন। এমনকি কয়েক বছর আগে দীপাবলিতে গোটা পরিবারের ছবিও শেয়ার করেছিলেন বিগ বি। গোটা পরিবারের ছবিও শেয়ার করেছিলেন বিগ বি।
নজর কাড়ছে বচ্চন পরিবারের (Bachchan Family) এই ষাঁড়ের ছবি
অমিতাভ, জয়া তো বটেই, ওই ছবিতে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যা, শ্বেতা, নভ্যা সহ বচ্চনদের গোটা পরিবার (Bachchan Family)। তবে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছিল ড্রয়িং রুমে বচ্চন পরিবারের ঠিক পেছনেই দেওয়ালে টাঙানো একটি বড়সড় ষাঁড়ের ছবি। হঠাৎ বসার ঘরে ষাঁড়ের ছবি কেন রেখেছেন অমিতাভ, কী এর মাহাত্ম্য, শিল্পীর নাম থেকে ছবির দাম সবই উঠে এসেছিল নেটিজেনদের জিজ্ঞাসায়।
কত দাম ছবিটির: জানা গিয়েছে, বসার ঘরে ষাঁড়ের ছবি রাখার নাকি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বচ্চন পরিবারের বাড়িতে এই ছবিটি আঁকা পঞ্জাবের শিল্পী মনজিৎ বাওয়ার। মূলত ভারতীয় পুরাণ এবং সুফি তত্ত্ব নিজের শিল্পে ফুটিয়ে তুলতেন তিনি। বিশ্ব জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে বিক্রি হয়েছে তাঁর আঁকা ছবি। বচ্চন পরিবারের (Bachchan Family) এই ছবিটিও তাঁর আঁকা। রিপোর্ট অনুযায়ী, এই ছবির দাম প্রায় ৪ কোটি টাকা!
আরো পড়ুন : চিনের বক্স অফিসে ভারতীয় ছবির দাপট, ব্যবসায় আমিরকেও ছাপিয়ে গেল এই অভিনেতার সিনেমা!
কী মাহাত্ম্য রয়েছে এই ছবির: কিন্তু বাড়িতে ষাঁড়ের ছবি রাখার তাৎপর্য কী? জ্যোতিষ এবং বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে দৌড়ানো ষাঁড়ের ছবি রাখলে পরিবারে শান্তি এবং সুখ বজায় থাকে। পরিবারের (Bachchan Family) সদস্যদের মধ্যে অপ্রাসঙ্গিক বিবাদ এড়ানো যায়। এছাড়াও এই ছবি সংসারে অর্থের প্রাচুর্য, সৌভাগ্যও নিয়ে আসে বলে দাবি করেন বাস্তু বিশেষজ্ঞরা।
আরো পড়ুন : ঋষি কাপুরের নায়িকা, জাভেদ জাফরি-আদনান সামি দুজনেরই প্রাক্তন স্ত্রী! চারবার বিয়ে করেছেন এই নায়িকা
তবে এই ছবি বাড়িতে রেখেও যে বিশেষ লাভ হয়নি তেমনটাই আভাস দিচ্ছে বচ্চন পরিবারের বর্তমান পরিস্থিতি। কানাঘুষো শোনা যায়, বচ্চন পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বর্য। প্রভাব পড়েছে তাঁদের দাম্পত্যে। এর জন্য অনেকে জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দাকেও দায়ী করেন। তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখনো পর্যন্ত একটা শব্দও খরচ করতে শোনা যায়নি ঐশ্বর্যকে।