সম্পর্কের গভীরতা কতটা? পার্থ-অর্পিতাকে নিয়ে এবার প্রশ্ন খোদ বিচারপতির, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ সেই ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর থেকেই জামিন পেতে মরিয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার জামিনের আর্জি জানিয়েও সুরাহা পাননি তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেতে আপাতত তার পথের কাঁটা বান্ধবী অর্পিতা (Arpita Mukherjee)। সম্প্রতি এই মামলার শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব সম্পত্তির দায় বান্ধবীর ঘাড়েই চাপিয়েছেন পার্থ। অর্পিতাকে ঝেড়ে যেন-তেন প্রকারে মুক্ত হতে চান তিনি। যদিও আদালত তাদের দুজনার সম্পর্ককে খুব ‘সাধারণ’ বলে মানতে নারাজ।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পার্থর জামিন মামলার শুনানি ছিল। সেখানেই উঠে এল পার্থ-অর্পিতার সম্পর্কের প্রসঙ্গ। এই বিষয়ে বিচারপতি ঘোষের মন্তব্য, উভয়ের সম্পর্ক সাধারণ নয়।পাশাপাশি ফের উঠে এল প্রভাবশালী তত্ত্ব।

   

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে তার মক্কেলের হয়ে জোর সওয়াল করেন। আদালতে পার্থর বক্তব্য, ‘যার কাছে টাকা তিনি যদি অস্বীকার করেন তাহলে এখানে আমার কী করার আছে? অর্পিতা বাচ্চা দত্তক নিতে চেয়েছিলেন ঠিকই তবে তার খারাপ মানসিকতা সেটা আমি কীভাবে জানব? একটা খামে আমার নাম লেখা ছিল মানে সেটাই দুর্নীতির প্রমাণ? এসব যদিও স্বীকার করাও হয় তার মানে এটা কিভাবে হয় যে যাবতীয় জিনিসের মালিক আমি?’

শুধু তাই নয়। পার্থ আরও বলেন, ‘যদি জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা কোনও স্কুল করে থাকে তাহলে সেখানে আমার দোষ কোথায়? মামা বলেছেন জামাইকে বলতে শুনেছেন যাবতীয় টাকা পার্থ দিয়েছে। তবে সেটা কী কোনও প্রমাণ হতে পারে?’ ‘এই তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। এই তদন্ত পক্ষপাতদুষ্ট। গ্রেফতারির পর অর্পিতা কিছু বলেননি, সাতদিন পর ইডিকে জানান যাবতীয় সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের।’ আদালতে সওয়াল পার্থর আইনজীবীর।

এসব শুনে পার্থর আইনজীবীকে বিচারপতি ঘোষের প্রশ্ন, ‘যারা অভিযুক্ত, তাদের মধ্যে কে এত টাকার জোগান দিতে পারে?’ পার্থর আইনজীবী বলেন, ‘এই বিষয়ে আমার কোনও ধারণা নেই।’ বিচারপতির পর্যবেক্ষণ, ‘এ কোনও সাধারণ সম্পর্ক নয়। আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তাছাড়াও আপনি প্রভাবশালী। অনেকে আপনাকে সাহায্য করতে প্রস্তুত ছিলেন।’ অস্বীকার করে পার্থর দাবি, ‘ আমি প্রভাবশালী নই।’ আদালতে জামিন আপাতত ঝুলে রইল পার্থর।

partha arpita

আরও পড়ুন: ফুঁসছে তিন তিনটি ঘূর্ণাবর্ত! আজ কেমন থাকবে বাংলায় জেলাগুলির আবহাওয়া? আবহাওয়ার খবর

প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে টানা ১৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। পার্থর সূত্র ধরেই তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ বিপুল পরিমাণ সোনার গয়নাও। ওই একই সময়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি গ্রেফতার হন তার ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ও। তারপর থেকে ১৯ মাস পেরিয়ে গেলেও এখনও জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তাদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর