এই ৩ “টোটকা”তেই এক মাস ধরে TRP শীর্ষে! সাফল্যের সিক্রেট ফাঁস করলেন “টপার” মেগার নায়ক

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) মানেই টিআরপির খেলা। ভালো গল্প, অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করা সম্ভব। তবে গল্পে অবশ্যই দম থাকা চাই। এতশত সিরিয়ালের (Serial) মাঝে অধিকাংশ দর্শক চায় ভিন্ন ধরণের কোনো গল্প। আর সেই চাহিদা যারা মেটাতে পারে, তারাই হু হু করে চড়ে টিআরপি শীর্ষে।

টানা কয়েক সপ্তাহ ধরে টিআরপি সেরা সিরিয়াল (Serial)

এই মুহূর্তে টিআরপি লিস্টে বেশ কয়েকটি সিরিয়ালের (Serial) মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে বিগত পাঁচ সপ্তাহ ধরে প্রথম স্থান দখলে রেখেছে জি বাংলার ‘পরিণীতা’ নতুন পুরনো সমস্ত মেগাকে (Serial) দশ গোল দিয়ে টানা এতদিন ধরে সবথেকে বেশি টিআরপি তুলে বাংলা সেরা হয়ে আসছে এই মেগা। অথচ প্রথম দিকে নাকি তাঁদের কেউ ‘সিরিয়াসলি’ নেয়নি বলে অভিযোগ করেছিলেন রায়ান ওরফে উদয় প্রতাপ সিং। কিন্তু দর্শকদের মন বদলে দিতে সফল হয়েছেন তাঁরা। নেপথ্যে রহস্যটা কী?

What is the secret of highest trp in this serial

সাফল্যের রহস্য কী: উদয়ের কথায়, কোনো কিছু খারাপ হলে তার পেছনে কারণ খুঁজে বের করা অপেক্ষাকৃত সহজ। কিন্তু ভালো করে কারণ খোঁজা কঠিন হয়ে দাঁড়ায়। তবে অভিনেতা বলেন, দর্শক সাধারণত কাজের শেষে হালকা চালে একটু আধুনিক গল্প দেখতে পছন্দ করে। আর তাদের গল্পে (Serial) গ্রাম, কলেজ আর বসু পরিবার এই তিনটি বিষয়ই দর্শকদের মন কেড়ে নিয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতা বৃদ্ধিতে চিন্তিত ভারত! অবশেষে মুখ খুললেন সেনা প্রধান

টিআরপি নিয়ে মুখ খুললেন রায়ান: উদয় টিম ওয়ার্কে বিশ্বাসী। বিপরীতে ঈশানী চট্টোপাধ্যায় নতুন হয়েও পারুল চরিত্রটি যেভাবে ফুটিয়ে তুলেছেন তার জন্য প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। পাশাপাশি প্রশংসা করেছেন পরিচালক কৃষ্ণেন্দু বসুরও। যদিও উদয় বলেন, আজ ভালো হবে, কাল হয়তো খারাপ হবে। টিআরপি (Serial) জিনিসটাই এমন। তাই ওটা নিয়ে বিশেষ ভাবছেন না তিনি।

আরো পড়ুন : মোদীর জন্যই “মুমকিন” হল! ভারতে শোরুম খোলার উদ্যোগ Tesla-র! পছন্দের শীর্ষে এই দুই শহর

প্রসঙ্গত, পরিণীতার মাধ্যমেই দীর্ঘ সাত বছর পর নায়কের ভূমিকায় ফিরেছেন উদয়। এতদিন তাঁকে পার্শ্ব চরিত্রে দেখা গেলেও অভিনেতার এই নতুন অবতার বেশ পছন্দ করছেন দর্শকরা। এবার আগামী টিআরপিতে পরিণীতা কেমন ফল করে সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর