২১ কোটির আয়ের উৎস কী? অবাক করা জবাব দিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি দুর্নীতি (SSC Scam) তদন্তে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি (ED)। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত তার ৩টি সম্পত্তির হদিশ মিলেছে। বেলঘরিয়া এলাকায় রয়েছে ২টি ফ্ল্যাট ও একটি বাড়ি।

ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়ে ২১ কোটি। এখনও চলছে গাননা। এরই সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদে একপবারেই সহযোগিতা করেননি পার্থ-অর্পিতা, অভিযোগ ইডি আধিকারিকদের ।

কিন্তু এই বিপুল অঙ্কের টাকার উৎস কী? ইডি জানাচ্ছে, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনেত্রী। কিন্তু প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল সারা রাত অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র।

ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। গ্রেফতারের আগে পর্যন্ত ওই ফ্ল্যাটেই ছিলেন অর্পিতা। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকেই বা এল এত টাকা? কেনই বা ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল?

বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ‘ক্লাবটাউন হাইটস’-এ ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। একটি ব্লক টু-য়ে, আরেকটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই এখানে আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন একাধিক নামি-দামি ব্যক্তিও। ২টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। জানা যাচ্ছে, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা।

ইডি দাবি করছে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর বেআইনি সম্পত্তি রয়েছে। তদন্তের জাল গোটাতে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে চিকিত্সকের পরামর্শ নিতে চান পার্থ চট্টোপাধ্যায়।

কিন্তু, অর্পিতার সঙ্গে পার্থর ঘনিষ্ঠতা কত দিনের? জানা যাচ্ছে, অর্পিতা-পার্থর পরিচয় খুব কমদিনেরও নয়। পার্থবাবু শিক্ষামন্ত্রী থাকাকালীন সরস্বতীপুজোর দিন বারুইপুর হাই স্কুলে এসেছিলেন স্কুল পরিদর্শনে। সেই সময় সঙ্গে ছিলেন অর্পিতা। একসঙ্গে বসে ভোগও খেয়েছিলেন।

জানা যাচ্ছে, অর্পিতার সঙ্গে পার্থর (Partha Chatterjee) পরিচয় নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর সূত্রেই। পার্থ ওই পুজোর মুখ্য উপদেষ্টা। সেই পুজোয় কয়েক বছর আগে পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন অর্পিতা।

Sudipto

সম্পর্কিত খবর