মরাঠি-তেলুগু সিরিয়ালের রিমেক, কী রহস্য লুকিয়ে অপর্ণা-আর্যর জীবনে! সম্প্রচারের আগেই ফাঁস গল্প

বাংলাহান্ট ডেস্ক : সদ্য জি বাংলায় শুরু হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Serial)। দীর্ঘদিন ধরেই এই সিরিয়াল নিয়ে চলছিল জল্পনা। দু দুটি প্রোমো এনে দর্শকদের উত্তেজনা বাড়িয়ে তুলেছিলেন নির্মাতারা। অবশেষে শুরু হয়েছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল জুটির প্রথম মেগা (Serial)। আর প্রথম সপ্তাহেই তাক লাগানো টিআরপি তুলে প্রতিপক্ষকে কড়া টক্কর দিয়েছে এই সিরিয়াল (Serial)। এর মাঝেই ফাঁস ধারাবাহিকের আগাম গল্প।

শুরু হয়েই ভালো টিআরপি তুলছে নতুন সিরিয়াল (Serial)

শুরু হতে না হতেই দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে চিরদিনই তুমি যে আমার। অসমবয়সী এই প্রেম কাহিনি বেশ পছন্দ করছেন দর্শকরা। দিতিপ্রিয়া জিতুর জুটিও প্রশংসা পাচ্ছে দর্শক মহলে। সেই সঙ্গে আগামীতে কী ঘটতে পারে সিরিয়ালে (Serial) তা নিয়েও চলছে চর্চা।

What is the story of chirodini tumi je amar serial

কী দেখানো হয়েছে রিমেকে: শোনা যাচ্ছে, চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি (Serial) নাকি আদতে দল রিমেক করা। এর আগে মরাঠি এবং তেলুগুতে তৈরি হয়েছে ধারাবাহিকটি। সেই সিরিয়াল গুলির গল্প অনুযায়ী, নায়ক নায়িকার মধ্যে রয়েছে পূর্বজন্মের সংযোগসূত্র। রাজনন্দিনী (Serial) আসলে ছিল নায়কের স্ত্রী। কিন্তু মরাঠি রিমেকে দেখানো হয়েছিল, রাজনন্দিনীকে খুন করে নায়ক।

আরো পড়ুন : সুরের জাদুতে তুড়িতে বদলে দেন মাঠের পরিবেশ, IPL উদ্বোধনীতে কত পারিশ্রমিক নিলেন শ্রেয়া?

কী চাইছেন দর্শক: অন্যদিকে তেলুগু রিমেকে আবার নায়ককে ইতিবাচক হিসেবেই দেখানো হয়েছিল। বাংলায় রাজনন্দিনীর (Serial) উল্লেখ থাকলেও আর্যর কোনো পরিবার দেখানো হয়নি এখনো পর্যন্ত। এদিকে অপু মাঝে মাঝেই যে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে তা আসলে তার পূর্বজন্মের স্মৃতি। দর্শকদের একাংশ দাবি করছে, আর্যর থেকে প্রতিশোধ নিতেই পুনর্জন্ম হয়েছে অপুর।

আরো পড়ুন : আট মাসে দুবার স্লট বদল, তবুও ধরা দিল না TRP, এইদিনই অন্তিম সম্প্রচার জি বাংলার মেগার!

বাংলা রিমেকে গল্প বদলানো হোক, এমনটাই দাবি করছেন দর্শক। নায়ককে ভিলেন হিসেবে না দেখিয়ে বরং নতুন কোনো মোড় আনা হোক, এমনটাই চাইছেন দর্শকরা। যদিও শেষমেষ কী হবে সেটা বলবে সময়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর