গলায় সবসময় মালার মতো ঝুলিয়ে রাখেন, শশী থারুরের এই পুঁচকে যন্ত্রটির কাজ জানলে চমকে যাবেন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জাতীয় স্তরের রাজনৈতিক ব‍্যক্তিত্বদের মধ‍্যে কেউ যদি রাজনীতি ছাড়াও অন‍্য কারণে চর্চায় থাকেন, তিনি শশী থারুর (Shashi Tharoor)। কোনো না কোনো কারণে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে কংগ্রেস সাংসদের নাম। কখনো তাঁর কোনো মন্তব‍্য, কখনো আবার মহিলা সাংসদদের সঙ্গে সংসদে সেলফি তুলে আলোচনায় উঠে আসেন তিনি। তবে এই প্রতিবেদনে শশী থারুর সম্পর্কে অন‍্য একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা।

অনেকেই লক্ষ‍্য করে থাকবেন, গলায় সবসময় একটি বস্তু ঝুলিয়ে রাখেন থারুর। ছোট্ট মোবাইল ফোনের মতো দেখতে বস্তুটি আসলে কী তা নিয়ে অনেকেই স্বাভাবিক কৌতূহল প্রকাশ করে থাকেন। আর কেনই বা সবসময় এটা গলায় ঝুলিয়ে রাখেন সাংসদ?


নাহ এটা কোনো অত‍্যাধুনিক মোবাইল ফোন নয়। এই খুদে যন্ত্রটির কাজ খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি ‘এয়ার পিউরিফায়ার’ (Air Purifier)। আসলে যে হারে দূষণ বাড়ছে পরিবেশে তাতে এয়ার পিউরিফায়ারের দরকার পড়েই। বিশেষ করে যাদের নিয়মিত বাড়ির বাইরে বেরোতে হয় তাদের স্বাস্থ‍্যের জন‍্যও বিশুদ্ধ বাতাস অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু ঢাউস এয়ার পিউরিফায়ার তো ট‍্যাঁকে করে নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব নয়। সেক্ষেত্রে স্বাস্থ‍্য সচেতন শশী থারুর এই পুঁচকে পিউরিফায়ারের উপরেই ভরসা রেখেছেন। বাজারে এই ধরণের পোর্টেবর এয়ার পিউরিফায়ারের চাহিদাও ক্রমশ বাড়ছে। কারণ এই পিউরিফায়ারগুলির ওজনও যেমন কম তেমনি দামটাও সবার সাধ‍্যের মধ‍্যেই। ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা বাজেটের মধ‍্যেই ভাল পোর্টেবল এয়ার পিউরিফায়ার আপনি পেয়ে যাবেন অনায়াসেই।

এই এয়ার পিউরিফায়ারগুলি ইউএসবি দিয়ে চার্জ করা যায়। এগুলোর আরো একটি সুবিধা রয়েছে। HEPA প্রযুক্তিতে তৈরি এয়ার পিউরিফায়ারগুলির ফিল্টার বদলাতে হয়। কিন্তু এগুলোতে সেসব ঝামেলা নেই। অনলাইন বা অফলাইন সর্বত্রই কিনতে পাওয়া যাচ্ছে এই পোর্টেবল এয়ার পিউরিফায়ার।

X