বাংলাহান্ট ডেস্ক : যারা সিরিয়াল (Serial) প্রেমী, বা যারা সিরিয়াল দেখেন না, তারাও টিআরপি শব্দটির সঙ্গে পরিচিত। ইদানিং আকছার এই শব্দটি শুনতে পাওয়া যাচ্ছে সর্বত্রই। দর্শক থেকে শুরু করে কলাকুশলীদের মুখেও বারংবার উঠে আসে টিআরপির নাম, যার সামান্য রদবদলেই বড় প্রভাব পড়ে ধারাবাহিকে (Serial)।
সিরিয়ালে (Serial) অপরিবর্তিত রয়ে গিয়েছে টিআরপি
মেগা সিরিয়ালের (Serial) ধরণ ধারণ বদলালেও যা বদলায়নি, সেটা হল টিআরপি। তবে আগের থেকে এখন নম্বর কমেছে অনেকটাই। কয়েক বছর আগেও যেখানে বেঙ্গল টপার ধারাবাহিক (Serial) সর্বোচ্চ ১০-১১ টিআরপি দিত, এখন তা এসে দাঁড়িয়েছে ৭-৮ এ। তার মধ্যেও টিআরপি তালিকায় উত্থান পতন তো লেগেই রয়েছে।
সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে টিআরপি: তবে এতদিনে সকলেই জেনে গিয়েছেন, সিরিয়ালের (Serial) ক্ষেত্রে টিআরপিই সব। নম্বর সামান্য কমলেই ধারাবাহিকের ক্ষেত্রেও রদবদল হয়। ইতিমধ্যে বেশ কিছু সিরিয়ালের স্লট বদলে দেওয়া হয়েছে। এমনকি কিছু ধারাবাহিক (Serial) শেষও করে দেওয়া হয়েছে। তবে সেখানেই ‘অনুরাগের ছোঁয়া’র মতো কিছু সিরিয়াল টিআরপি কম থাকা সত্ত্বেও টানা তিন বছর ধরে চলছে। এগুলো অবশ্য ব্যতিক্রম। বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকই (Serial) টিআরপির কারণে শেষ করে দেওয়া হচ্ছে মাঝপথে।
আরো পড়ুন : “বিষাক্ত” প্রাক্তনই মিলিয়ে দিলেন, সায়ন্তকে সাইড করে মাঝরাতে এ কী করলেন দেবচন্দ্রিমা-কিরণ!
টিআরপি আসলে কী: এখন প্রশ্ন হচ্ছে, কী এই টিআরপি, যা কিনা এত গুরুত্বপূর্ণ যেকোনো সিরিয়ালের (Serial) কাছে। টিআরপির ফুল ফর্ম হল টেলিভিশন রেটিং পয়েন্ট বা টার্গেট রেটিং পয়েন্ট। সিরিয়ালের (Serial) সাপ্তাহিক নম্বর জানা যায় এই রেটিং চার্ট থেকে। সপ্তাহে সাধারণত বৃহস্পতিবার করে প্রকাশিত হয় টিআরপি চার্ট।
আরো পড়ুন : TRP কমতেই চূড়ান্ত সিদ্ধান্ত, দর্শকদের দাবি মেনেই শেষমেষ নায়িকা বদল জি বাংলার সিরিয়ালে!
বর্তমানে বিগত কয়েক সপ্তাহ ধরে রেটিং চার্টের শীর্ষে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’। সেরা পাঁচের মধ্যে জি বাংলা এবং স্টার জলসা চ্যানেল মিলিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক জায়গা করে নিয়েছে। সেরা দশেও দুই চ্যানেলের মধ্যে চলছে টক্কর।